খ্রিস্টান তরুণীর চরিত্রে সুজানা

খ্রিস্টান তরুণীর চরিত্রে সুজানা
এবার খ্রিস্টান তরুণীর চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন সুজানা জাফর। 'কানামাছি' শীর্ষক একটি খণ্ড নাটকে তাকে এই চরিত্রে দেখা যাবে।
নাটকটিতে আরো অভিনয় করেছেন অর্ষা ও মৌসুমী হামিদ। তারা যথাক্রমে হিন্দু ও মুসলিম ধর্মের তরুণীর চরিত্রে অভিনয় করছেন। নাটকটি পরিচালনা করছেন নির্মাতা বি ইউ শুভ।
তিন বান্ধবীর গল্প নিয়ে 'কানামাছি' নাটকটি নির্মিত হয়েছে। সুজানা বলেন, নাটকের গল্পটি সত্যি অন্যরকম। একই নাটকে তিন ধর্মের তিন বান্ধবীর সম্পর্কের রূপদান দর্শকদের কাছে বেশ উপভোগ্য হবে বলে আমি মনে করি।
'কানামাছি' নাটকটি এ মাসের শেষের দিকে এনটিভিতে প্রচার হবে বলে জানা গেছে। এদিকে সুজানা একই নির্মতার 'লাইফ ইন এ মেট্রো' শিরোনামের একটি ধারাবাহিকেও অভিনয় করছেন। এটি প্রচার হচ্ছে এটিএন বাংলায়।

বিডি প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৭/ফারজানা 

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা