ছয়মাসের ছেলেকে নিয়ে লিসার ফটোশুট
বলিউড মডেল ও অভিনেত্রী লিসা হেডেন। মা হয়েছেন অনেকদিন হলো। সম্প্রতি হারপার বাজার নামের একটি ম্যাগাজিনের জন্য ফোটোশুটে অংশ নিয়েছেন লিসা। তবে এই ফোটোশুট অন্যবারের তুলনায় একেবারেই আলাদা।
প্রথমবার লিসা ক্যামেরার সামনে পোজ দিলেন নিজের ছয় মাসের ছেলে জ্যাককে সঙ্গে নিয়ে। ডায়াপার পরানো ছোট্ট জ্যাক মা লিসার সঙ্গে খুনশুটিতে ব্যস্ত ঠিক এমনই ছবি প্রকাশিত হয়েছে।
এর আগে আগষ্ট মাসে ‘ব্রেস্ট ফিডিং সপ্তাহ’ উপলক্ষে লিসা ইনস্টাগ্রামে তার ছেলে শিশু জ্যাককে ব্রেস্ট ফিড করাচ্ছেন- এমন একটি ছবি পোস্ট করেছিলেন। শিগগিরই কাজ শুরু করবেন বলে ঘোষণা দিয়েছেন লিসা।
ইত্তেফাক/আনিসুর
Comments