রাঙ্গামাটিতে বিশ্ববিদ্যালয়ের জন্য ভূমিস্বত্ব হস্তান্তর
২০১৮ সালের মধ্যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান। শনিবার সকালে রাঙ্গামাটিতে ওই বিশ্ববিদ্যালয়ের ভূমিস্বত্ব হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
প্রফেসর আব্দুল মান্নান পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের সকল ভেদাভেদ ও মতপার্থক্য ভুলে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজে সহযোগিতা প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, রাঙ্গামাটির এই বিশ্ববিদ্যালয় একটি জাতীয় সম্পদ। স্থানীয় অধিবাসীদেরকেই এই সম্পদকে আমানত হিসেবে পরিচর্যা করতে হবে। আগামী দিনে রাঙ্গামাটির এই বিশ্ববিদ্যালয় বিশ্বে একটি উচ্চমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে বলেও আশা প্রকাশ করেন প্রফেসর আব্দুল মান্নান।
এর আগে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের জন্য অধিগ্রহণকৃত ভূমি দখলস্বত্ব হস্তান্তর করা হয়। রাঙ্গামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান রাঙ্গামাটির ১০৪ নম্বর ঝগড়াবিল মৌজায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য অধিগ্রহণকৃত প্রায় ৬৪ একর ভূমির দখল বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের নিকট হস্তান্তর করেন।
এসময় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য ও প্রকল্প পরিচালক প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ বিশ্ববিদ্যালয় শিক্ষক ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জামান
Comments