'শারীরিক সম্পর্কে বুদ্ধি বাড়ে', প্রমাণ করল ব্রিটিশ গবেষণা /প্রকাশ : ১৬ অক্টোবর, ২০১৭ ১৩:৪৯

'শারীরিক সম্পর্কে বুদ্ধি বাড়ে', প্রমাণ করল ব্রিটিশ গবেষণা
বয়স হলে হাড়ে ঘুন ধরে, জীবনে কমে আসে আনন্দ, এমন ধারণা থাকলে তা বোধহয় বদলাতে হবে। অন্তত ব্রিটিশ গবেষণা তেমনই বলেছে।
যৌনতার প্রতি অনীহা, সঙ্গীর সঙ্গে দীর্ঘ সময় শারীরিক সম্পর্কে লিপ্ত হননি এমন পঞ্চাশোর্ধ মানুষের উপর একটি গবেষণা চালিয়ে ইংল্যান্ডের কোভেন্ট্রি বিশ্ববিদ্যালয়।
আর সেই গবেষণা প্রমাণ করে দিল, "যৌনতা বুদ্ধি বিকাশের অন্যতম একটি সহায়ক উপাদান, বিশেষ করে বয়স্কদের মধ্যে এর উপকারিতা সর্বাধিক। "  জার্নালস অব জার্নোটলজি (বার্ধক্যবিদ্যা), সিরিজ বি: সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল সাইন্স-এ  ইংল্যান্ডের কোভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা প্রকাশিত হয়েছে।
গবেষক হেলে রাইট জানিয়েছেন, "যারা মনে করেন বয়স্করা যৌনতায় অক্ষম তারা ভুল ধারণা লালন-পালন করে চলছেন। আমাদের উচিত এই 'ট্যাবু'কে ভেঙে ফেলা। শারীরিক এবং মানসিক, উভয় ক্ষেত্রেই নিয়মিত যৌনতা পঞ্চাশোর্ধ মানুষের উপর যে কী দারুণ প্রভাব ফেলে তা সবাইকে জানানো উচিত, সকলকে এই বিষয়ে সচেতন করা উচিত। " 
৫০ থেকে ৮৩ বছরের ৭৩ জনের মধ্যে এই গবেষণা করেন হেলে রাইট। গবেষণালব্ধ ফল প্রকাশের পর গবেষক রাইট জানান, "প্রতিটি সম্পর্কই একটি কারণ এবং তার ফলের উপর দাঁড়িয়ে রয়েছে। সেখানে সেক্স একটি জ্ঞান অন্বেষণকারী বিষয়।
এবং গবেষণার মাধ্যমেই আমরা এমন প্রতিটা বিষয়ের খুব কাছাকাছি যেতে পারি এবং পুরনো ধারনা ভেঙে যুগান্তকারী আবিষ্কারের পথে হাঁটতে পারি। "  

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা