পর্যটকদের জন্য খুলে দেয়া হলো বাহুবলীর সম্রাজ্যের দরজা

পর্যটকদের জন্য খুলে দেয়া হলো বাহুবলীর সম্রাজ্যের দরজা
মাহিষ্মতী সম্রাজ্য একেবারে কাল্পনিক। তবু তার চোখ ধাঁধানো স্থাপত্য এখন ছুঁয়ে দেখতে পারবেন ভক্ত, দর্শনার্থীরা। বাহুবলী’র মাহিষ্মতী সম্রাজ্য। এখন যার আনাচে কানাচে ঘুরে দেখতে পারবেন আপনি। পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে বাহুবলী’র মাহিষ্মতী সম্রাজ্যের দরজা। 

পরিচালক এস রাজামৌলির ছবি ‘বাহুবলী’র রাজকীয় সেটটিকে সংরক্ষণ করা হয়েছে রামোজি ফিল্ম সিটিতে। ১০০ একরেরও বেশি এলাকায় তৈরি এই সেট বানাতে খরচ হয়েছিল প্রায় ৬০ কোটি টাকা।

এখন ‘বাহুবলী’র বিশাল এই সেটটি পর্যটনকেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য।রামোজি ফিল্ম সিটিতে ঢুকে মাহিষ্মতী সাম্রাজ্য ঘুরে দেখতে টিকিটের দাম পড়বে ১২৫০ রুপি থেকে ২৩৪৬ রুপি পর্যন্ত। 

রামোজি ফিল্ম সিটির ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কাটা যাবে। আপাতত ১৪ ডিসেম্বর পর্যন্ত টিকিট বুক করা যাবে। ইন্ডিয়া ডটকম।
ইত্তেফাক/আনিসুর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা