বিশ্বের প্রথম পরিবেশবান্ধব বৈদ্যুতিক মালবাহী জাহাজ আনল চীন

সম্পূর্ণ বৈদ্যুতিক মালবাহী জাহাজ তৈরি করল চীনের একটি সংস্থা। বিশ্বের আর কোনও দেশে এমন বিদ্যুতিক কার্গো নেই।
২০০০ টন মালবহনে সক্ষম এই জাহাজটিতে মাত্র দু-ঘণ্টা চার্জ দিলে, ৮০ কিলোমিটার অবধি যাওয়া যাবে।
ছয়শো টন ওজনের এই কার্গোটি বানিয়েছে চীনের গুয়াংঝো শিপইয়ার্ড ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড।
নির্মাণকারী সংস্থার তরফে জানানো হয়েছে, ৭০.৫ মিটার দীর্ঘ পণ্যবাহী এই জাহাজটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১২.৮ কিলোমিটার। রয়েছে ২৬ টনের লিথিয়াম ব্যাটারি।
জাহাজটির ইঞ্জিন চালাতে যেহেতু, কোনো জীবাশ্ম জ্বালানি ব্যবহৃত হবে না ফলে এটি বায়ুমণ্ডলের জন্য ক্ষতিকর কোনো গ্যাস- কার্বন, সালফার এবং পিএম ২.৫ এর কোনোটিই নি:সরণ করবে না। জাহাজটি যাত্রীবাহী বা মালবাহী উভয় উদ্দেশেই ব্যবহার করা যাবে।
 বিশ্বের প্রথম পরিবেশবান্ধব বৈদ্যুতিক মালবাহী জাহাজ আনল চীন
চীনের রাজধানী বেইজিংয়ের এক পরিবেশবাদী ওয়াং ইওংচেন বলেন, এই ধরনের জাহাজ মানুষ এবং প্রকৃতির মধ্যকার সম্পর্কের ভারসাম্য রক্ষার বিষয়টি বিবেচনায় রেখে বানানো হয়েছে। এছাড়া পানির গুনাগুন এবং সামুদ্রিক প্রাণও নষ্ট করবে না এই জাহাজ।
logo

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা