মাছ চুরির ধান্দায়...
আয়ারল্যান্ডের এক ব্যক্তির পোস্ট করা একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যায়, একটি সুপারশপের এক কর্মচারী একটি সিলকে ব্যস্ত রাস্তার ওপর দিয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছেন। এই প্রাণীটিও রুদ্ধশ্বাসে দৌড়াতে দৌড়াতে পানিতে লাফ দিয়ে পালাল। কিছুক্ষণ পর আবারো ওই কর্মী সিলটিকে তাড়িয়ে নিয়ে যাচ্ছেন। ভিডিওটি আন্তর্জাতিক গণমাধ্যমেরও নজর কাড়ে।
খবরে প্রকাশ, আসলে সিলটি ওই সুপারশপে বার বার ঢুকছিল মাছ চুরির টার্গেট নিয়ে। কিন্তু চুরির আগেই শপের কর্মচারীরা টের পেয়ে তাকে ধাওয়া দিচ্ছিল।
আয়ারল্যান্ডের উইকলো এলাকায় সিলের দল ব্যস্ত রাস্তার উপর দিয়েই বিভিন্ন দোকান ছাড়াও বাসাবাড়িতে ঢুকে পড়ে মাছ চুরির আশায়। কখনো কখনো গাড়ি চাপায় মারাও যায় এরা। -এপি
ইত্তেফাক/এমআর
Comments