চিরকুট লিখে ব্যর্থ প্রেমিকের আত্মহত্যা

প্রেমে ব্যর্থ হয়ে সিরাজগঞ্জ সদর উপজেলায় মোস্তাকিন (১৭) নামের এক সুতাকল শ্রমিক আত্মহত্যা করেছে। বুধবার সকাল ১০টায় উপজেলার শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাঁতী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার পকেটে প্রেম সংক্রান্ত একটি চিরকুট পাওয়া গেছে বলে জানিয়েছে সিরাজগঞ্জ  সদর থানার পুলিশ।
নিহত মোস্তাকিন ইউনিয়নের জগতগাঁতী গ্রামের হারুন অর রশিদের ছেলে ও স্থানীয় এমএ মতিন কটন মিলসের শ্রমিক।
সদর থানার এসআই বদরুজ্জামান জিমেল জানান, সকালে কয়ললগাঁতী গ্রামে একটি আমগাছে মোস্তাকিনের ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের বাবা হারুন অর রশিদ জানান, ‘একই গ্রামের মৃত আখতার হোসেনের মেয়ে আমিনা খাতুনের একটি লাভা স্মার্টফোন হারানোর ঘটনায় তার ছেলে মোস্তাকিনের উপর অপবাদ দেয়া হয়। এ ঘটনায় দুই দফা শালিসি বৈঠকে মোবাইল চুরির অভিযোগ প্রমাণিত না হলেও তাকে মানসিকভাবে চাপ দিতে থাকেন। এতে রাগ ও অভিমান সে আত্মহত্যা করতে পারেন বলে তিনি জানান।
সদর থানার এসআই রফিকুল ইসলাম বলেন, ‘নিহতের পকেটে একটি প্রেম সংক্রান্ত চিরকুট পাওয়া গেছে। চিরকুটে ‘তার মৃত্যুর জন্য কেউ দায়ী না’ উল্লেখ করে নিজের প্রেমিকার উদ্দেশ্যে মোস্তাকিন লিখেছেন, ‘মরার পর তাকে শেষবারের মতো দেখে যেতে।’
মানবকণ্ঠ/এমএএইচ/বিএএফ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা