'সেনা মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণের সময় এখনো আসেনি'

'সেনা মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণের সময় এখনো আসেনি'
আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণের সময় এখনো আসেনি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। তিনি বলেন, জাতীয় নির্বাচন এখনো অনেক দেরি।
নির্বাচনে সেনা মোতায়েনের মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি।  
মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আগামী জাতীয় নির্বাচনে পল্লী অঞ্চলের আসন না কমিয়ে জনসংখ্যার ভিত্তিতে আসনের সীমানা নির্ধারণের বিষয়ে কমিশনের কাজ চলছে। না ভোটের বিধান চালু করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রাপ্ত মতামত নিয়ে একটি উপ-কমিটি কাজ করছে। তাদের মতামত ও সুপারিশগুলো কমিশনের বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।  
স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমেদ, স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রকল্পের পরিচালক ব্রি. জেনারেল সাইদুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির।
বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৭/মাহবুব

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা