২০১৭ সাল

২০১৭ সাল। একদিন বল্টু রাস্তা
দিয়ে হেটে
যাচ্ছিল। রাস্তার পাশে
দাঁড়িয়েছিল একদল বখাটেনী
মেয়ে। বল্টুকে দেখে তারা
শীষ দিতে
লাগলো। বল্টু প্রচন্ড ক্রোধে
তাদেরকে বলল--"তোদের বাসায় কি
বাপ-ভাই
নেই ?" তখন মেয়ে গুলো
উঁচুস্বরে
হেসে
হেসে বলল--"বাসায় বাপ ভাই
থাকলেও তো
তোর মতো এমন মাল নেই, আজ
তোর সব
কেড়ে নেব। " এই বলে গুণ্ডির দলটি
বল্টুর উপর ঝাঁপিয়ে পড়ল। বল্টুর
শার্ট টা ছিঁড়ে
ফেলল। বল্টু বলল "শয়তানীর দল
তোরা
আমার দেহ পাবি তো, মন পাবি না।"
মেয়ে
গুলো বল্টুকে নিয়ে ধস্তাধস্তি
শুরু
করলো। এর মধ্যেই এলাকার
বিদ্রোহী
নারী সানি লিওন এসে পড়ল আর
সবাইকে ধমক
দিয়ে বলতে
লাগলো -"আর একটা টোক্কা যদি এই
ছেলেটার
উপর পরে তাহলে তোদের
সবাইকে
জানে
মেরে ফেলবো।" এই বলে সানি
লিওন
তার ওড়নাটা
বল্টু এর দিকে ছুড়ে দিল। বল্টু ওড়নাটা
দিয়ে নিজের শরীর ঢেকে
ফেলল।
আর সানি লিওন
তাদের মারতে শুরু করলো।
ঢিসুম! ঢিসুম!! ঢিসুম!!!
অবশেষে
সানি লিওন
সবাইকে মেরে বল্টুর কাছে
এসে
জিজ্ঞাসা করলো-- "তোমার কিছু
হয়নি তো?"
বল্টু নিচু গলায় বলল-- "আপনি
এখানে যথা সময়ে না
আসলে আমার কিজে সর্বনাশ
হত
Comments