আদিবাসী স্থায়ী বাসিন্দা সনদপত্র' পরিবর্তে 'উপজাতি' সনদপত্র প্রদান করার জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশ / প্রকাশিত: ২০১৭-১১-০৩ ১৫:৫৪:৪৪
পার্বত্য চট্টগ্রামের বসবাসরত জুম্মদের স্থায়ী বাসিন্দা সনদপত্রে 'আদিবাসী বাসিন্দা' সনদ পত্র উল্লেখ না করতে নির্দেশ দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি মন্ত্রণালয় থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে।বিজ্ঞাপিত নির্দেশপত্রে বলা হয়েছে, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক, তিন পার্বত্য চীফ সার্কেলদের এ নির্দেশ কার্যকর করতে হবে।
বিষয়টি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের অফিস থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়কে জানানো হয়। মন্ত্রণালয়ের এ নির্দেশনা অনুযায়ী অচিরে রাঙ্গামাটি,বান্দরবান ও খাগড়াছড়ি চীফ সার্কেলদের এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে।
এছাড়া আরো বলা হয়েছে, আদিবাসী পরিবর্তে সংবিধানে উল্লিখিত ‘উপজাতি’, ‘ক্ষুদ্র জাতিসত্তা’, ‘নৃগোষ্ঠী’ ও ‘সম্প্রদায়’ হিসেবে উল্লেখ করতে হইবে।
Comments