ধূমপান থেকে হতে পারে মারাত্মক মানসিক রোগ

ধূমপান থেকে হতে পারে মারাত্মক মানসিক রোগ


ধূমপানের ফলে শুধু ক্যান্সারই নয়, আরও বহু সমস্যা দেখা দিতে পারে। সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, ধূমপানের ফলে সিজোফ্রেনিয়ার মতো রোগও দেখা দিতে পারে।
গবেষকরা জানিয়েছেন, তারা ধূমপানের সঙ্গে সরাসরি যোগসূত্র খুঁজে পেয়েছেন সিজোফ্রেনিয়ার মতো মানসিক রোগের। তরুণ বয়সে ধূমপায়ীদের পরবর্তীতে এ জটিল মানসিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, বলছেন গবেষকরা।
লন্ডনের কিংস কলেজের একদল গবেষক ৬১ টি গবেষণার ফল বিশ্লেষণ করে দেখেছেন, ধূমপায়ীদের মধ্যে অল্প বয়সেই সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা আছে। গবেষকরা বলছেন,  খুব সম্ভবত সিগারেটের ধোঁয়া মস্তিস্ককে প্রভাবিত করে। সিগারেটের নিকোটিন বদলে দিতে পারে মস্তিষ্কের গঠন।
মানসিক রোগের সঙ্গে ধূমপানের সম্পর্ক দীর্ঘদিনের। কিন্তু সিজোফ্রেনিয়ায় আক্রান্তরাই বেশি ধূমপান করেন এমনটিই এতদিন মনে করা হত। কারণ, এ ধরনের রোগী যারা সচরাচর ভুল কন্ঠ শুনতে পান বা অলীক কিছু দেখতে পান, তারা এ মানসিক চাপ কমাতে ধূমপানের পথ বেছে নেন। গবেষকরা ১৪,৫৫৫ জন ধূমপায়ী এবং ২৭,৩১৬২ জন অধূমপায়ীর ওপর পরীক্ষা চালান।
এতে দেখা গেছে, সাইকোসিস রোগীদের ৫৭ শতাংশই ধূমপায়ী। আর যারা দৈনিক ধূমপান করেন তাদের মধ্যে সিজোফ্রেনিয়া দেখা দেয়ার ঝুঁকি অন্যদের তুলনায় দ্বিগুণ বেশি।
ধূমপায়ীদের মধ্যে গড়ে একবছর আগেই সিজোফ্রেনিয়ার লক্ষণ দেখা দেয়ার ঝুঁকি থাকে। ফলে ধূমপান অল্প বয়স থেকেই কোনো ব্যক্তিকে এ মানসিক অবস্থার দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা।
অবশ্য গবেষকরা এও বলেছেন যে, ধূমপান করলেই যে সিজোফ্রেনিয়া হবে এমন নয়, তবে এ রোগে ভোগার ঝুঁকি আছে  এমন মানুষের ক্ষেত্রে ধূমপান সে ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। বিষয়টি নিয়ে আরো পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলে মনে করছেন তারা।
গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ল্যানসেট সাইকিয়াট্রি জার্নাল-এ।

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা