শিক্ষামন্ত্রীর সঙ্গে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতারা
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রলালয়ের সভাকক্ষে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতারা সাক্ষাৎ করেছেন।
সমিতির সভাপতি অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলে সমিতির সহ-সভাপতি অধ্যাপক অলিউল্লাহ মো. আজমতগীর ও মনিরা বেগম এবং মহাসচিব শাহেদুল খবির চৌধুরীসহ ১৪ জন সদস্য উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে সমিতির নেতারা সাম্প্রতিক পদোন্নতির জন্য শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা শিক্ষা ক্যাডারে নতুন পদ সৃজন এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদানের দাবি জানান।
এসময় শিক্ষামন্ত্রী বলেন, জাতি গঠনে শিক্ষকরা হলেন নিয়ামক শক্তি। শিক্ষকরা সমাজের সবচেয়ে সম্মানজনক অবস্থানে আছেন। শিক্ষকদের ইজ্জত-সম্মান ও মর্যাদা বৃদ্ধির জন্য আমরা কাজ করছি।
তিনি বলেন, শিক্ষকদের পদোন্নতি দিলে তারা উৎসাহিত হবেন। বেশি কাজ করতে প্রেরণা পাবেন। বিধি মোতাবেক সর্বোচ্চ সংখ্যক পদোন্নতি দেয়া হবে। এ ব্যাপারে কোনো কার্পণ্য করা হবে না।
ইত্তেফাক/কেকে
Comments