বিল দিতে না পেরে তারে ঝুলে ১৯ তলা থেকে পালানোর চেষ্টা

বিল দিতে না পেরে তারে ঝুলে ১৯ তলা থেকে পালানোর চেষ্টা
 হোটেলের বিল দিতে না পেরে জানালা দিয়ে টেলিফোন তারে ঝুলে ১৯ তলা থেকে পালানোর চেষ্টা করেছেন এক যুবক। দক্ষিণ-পশ্চিম চিনের গুইজহউতে শুক্রবার দিনেরবেলা এ ঘটনা ঘটেছে। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রায় ১৯ তলা উঁচু এক ভবন থেকে টেলিফোনের তারে ঝুলে পাশের আরেক ভবনে যেতে চেয়েছিলেন ঐ যুবক। এই দৃশ্য দেখে স্থানীয় লোকজন হঠাৎ বিস্মিত হয়ে পড়েন। তার এই অদ্ভুত কাণ্ড দেখে ছবি তোলা ও ভিডিও করতে থাকেন অনেকে। 
এনডিটিভির খবরে বলা হয়েছে, হোটেলের বিল দিতে না পারায় ওই ব্যক্তি নিজেকে বাঁচাতে হোটেলের জানালা দিয়ে টেলিফোন তার ধরে পালানোর চেষ্টা করেন। তার পরিকল্পনা ছিল, টেলিফোনের তার বেয়েই পাশের আর একটি ভবনে প্রবেশ করবেন। কিন্তু তিনি তা করতে ব্যর্থ হন। টেলিফোনের চিকন তার ঐ যুবকের ভার সামলাতে না পেরে ছিঁড়ে যায়। আর তারে ঝুলতে থাকে যুবক। স্থানীয়দের সহায়তায় পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে।
স্থানীয়দের ধারণ করা ঐ ভিডিও পরে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতো ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিউজ হতে শুরু করে। এদিকে হোটেল বিল কত টাকা হয়েছিল তা জানা যায়নি।
The Daily Ittefaq

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

তৈরি করুন শীতের ভাপা পিঠা

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য