জঙ্গি আব্দুল্লাহর ২ সহযোগীকে গ্রেফতার
রাজধানীর মিরপুরে র্যাবের অভিযানে নিহত শীর্ষ জঙ্গি আব্দুল্লাহর দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১২-এর একটি দল সোমবার রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতাকৃতরা হলেন- সম্রাট মিয়া (৩০) ও শাহাদত হোসেন (২৮)। শাহাদতের বাড়ি সিরাজগঞ্জের সাহেদনগর গ্রামে। সম্রাটের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ থানার শেখুপুর গ্রামে। তাদের আজ মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল র্যাব-১২ কার্যালয়ে অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি সেলিম জাহাঙ্গীর এক সংবাদ সম্মেলনে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৪ অক্টোবর টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার হওয়া সহোদর মাসুদ ও খোকনের দেয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা জানান, ঢাকার মিরপুরে জঙ্গি নেতা আব্দুল্লাহর বাড়িতে গত ২৫ আগস্ট বৈঠকে তারা অংশগ্রহণ করেছিলেন। এ সময় তারা বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করে বলে জানা যায়।
গত ১০ সেপ্টেম্বর তারা নারায়নগঞ্জেও অনুরূপ বৈঠক করেন। ওই বৈঠকে তারা বিভিন্ন জায়গায় ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করে। বাসস
ইত্তেফাক/কেকে
Comments