গাজায় হামাসের শাসনের অবসান হচ্ছে /কালের কণ্ঠ অনলাইন

গাজায় হামাসের শাসনের অবসান হচ্ছে
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আন্দোলনের সঙ্গে দীর্ঘদিনের বিবাদ মিটিয়ে ফেলার লক্ষ্যে গাজা ভূখণ্ডে নিজেদের প্রশাসন গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে হামাস।
রবিবার এ ঘোষণা দিয়ে সাধারণ নির্বাচনের বিষয়ে সম্মতি প্রকাশ করেছে ফিলিস্তিনের ইসলামপন্থি গোষ্ঠীটি।
ফিলিস্তিনের সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৬ সালে। ওই নির্বাচনে জয়লাভ করে বিস্ময় সৃষ্টি করেছিল হামাস। নির্বাচনে হামাসের এই বিজয়ে ফিলিস্তিনের রাজনৈতিক কর্তৃত্ব নিয়ে ফাতাহর সঙ্গে গোষ্ঠীটির দ্বন্দ্ব তৈরি হয়।
এর জেরে ২০০৭ সালে গাজায় দুপক্ষের মধ্যে এক সংক্ষিপ্ত গৃহযুদ্ধ হয়। তারপর থেকে ভূমধ্যসাগরের উপকূলীয় ওই ছোট ভূখণ্ডটি হামাসের নিয়ন্ত্রণে চলে যায়।
২০১১ সাল থেকে ফিলিস্তিনের এ দুটি রাজনৈতিক আন্দোলনের মধ্যে বিরোধ মিটমাট করার অনেক উদ্যোগ নেওয়া হয়। গাজা ও পশ্চিম তীরে ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে ঐক্যমতের সরকার প্রতিষ্ঠা করার এসব উদ্যোগের শেষ পর্যন্ত ব্যর্থ হয়।    
২০১৪ সালে হামাস ও ফাতাহ ঐক্যমতের সরকারের বিষয়ে একমত হয়, কিন্তু সমঝোতা সত্বেও, গাজায় হামাসের ছায়া সরকার প্রশাসন চালিয়ে যায়।
রোববারের বিবৃতিতে হামাস জানিয়েছে, তারা তাদের ছায়া সরকারের অবসান ঘটিয়েছে এবং গাজায় ঐকমত্যের সরকারের প্রশাসনকে তারা অনুমোদ করবে।
পাশাপাশি নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে এবং ফাতাহর সঙ্গে আলোচনায় বসতে রাজি তারা।
হামাসের এই অবস্থানকে সতর্কভাবে স্বাগত জানিয়েছেন ফাতাহর ঊর্ধ্বতন কর্মকর্তা মাহামুদ আলাউল।


 

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা