আইনি কাঠামোতেই ভেনিজুয়েলা সংকটের সমাধান: চীন /ইত্তেফাক ডেস্ক

আইনি কাঠামোতেই ভেনিজুয়েলা সংকটের সমাধান: চীন
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং জি বলেছেন, আইনি কাঠামোর মধ্যে থেকে ভেনিজুয়েলার সরকার এবং জনগণ তাদের সমস্যা সমাধান করতে পারে। আর এভাবেই দেশটিতে স্থিতিশীলতা ফিরে আসতে পারে। বুধবার জাতিসংঘে অধিবেশনের ফাঁকে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। 
ওয়াং বলেন, ভেনিজুয়েলার প্রতি চীনের যে সমর্থন তার পরিবর্তন হবে না। সংকট সমাধানে তারা ভেনিজুয়েলাকে সমর্থন করে যাবেন। চীনা বার্তা সংস্থা সিনহুয়ার খবরে এ কথা বলা হয়েছে। চীন ভেনিজুয়েলার  গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার এবং তাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক অনেক আগে থেকেই। 
চীনা পররাষ্ট্রমন্ত্রী ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্গ অ্যারেজাকে বলেন, চীন সবসময় অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিকে সমর্থন করে। সেই নীতি থেকেই চীন বলছে যে, তারা মনে করেন, আলোচনার মাধ্যমেই দেশটির বিদ্যমান সংকট সমাধান হতে পারে। তবে তা কখনোই জোরপূর্বক উপায়ে নয়, আইনগত ভিত্তির মাধ্যমেই তা হতে হবে। ওয়াং বলেন, সে বিবেচনায় আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এ ব্যাপারে গ্রহণযোগ্য একটি পদক্ষেপ নিতে হবে। তবে তা সুষ্ঠু এবং নিরপেক্ষতার আলোকে হতে হবে। 
উল্লেখ্য চীনের সঙ্গে তেল সমৃদ্ধ ভেনিজুয়েলার ভালো কূটনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। আর সে কারণেই ভালো বন্ধুরাষ্ট্র হচ্ছে ভেনিজুয়েলা। তারা তাদের সঙ্গে এ সম্পর্ক আগামীতে বজায় রেখে যাবে। গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি ভেনিজুয়েলায় যাতে খুব শীঘ্রই গণতন্ত্র ফিরে আসে তা চান। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র প্রয়োজনে তেল উৎপাদনকারী ওই দেশটির শান্তি ফিরিয়ে আনতে প্রয়োজনে অতিরিক্ত চাপ প্রয়োগেরও পক্ষে। যদি বাস্তবতা সেদিকে নিয়ে যায়, তাহলে তারা তা করতেও দ্বিধা করবেন না।
গত চার মাসে ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বিক্ষোভে ১২৫ জন লোক নিহত হয়েছে। তাদের এই বিরোধিতার কারণ হচ্ছে প্রেসিডেন্ট তার ক্ষমতা টিকিয়ে রাখতে সকল ফন্দি-ফিকির এঁটে যাচ্ছেন। যার উদাহরণ হিসাবে সাংবিধানিক পরিষদকে তিনি তার নিজের স্বার্থের অনুকূলে ব্যবহার করতে চাইছেন। আর তেমনটি করতে পারলেই সামনে তার ক্ষমতায় আসা পাকাপোক্ত হবে। 
ইত্তেফাক/সাব্বির 

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা