উনাদের প্রয়োজন,নগদ টাকার

ত্রাণ সহযোগিতা কারীদের দৃষ্টি আকর্ষন করছি।
আমরা শাহপরির দ্বীপ, টেকনাফ,কুথুপালং, পান বাজারসহ সকল রোহিঙ্গা স্বরণার্থী ক্যাম্প পরিদর্শন করে যা বুঝেছি তা আপনাদের খেদমতে পেশ করলাম।
স্বরণার্থী ও আপনাদের সুবিধার্থে-
১/ উনাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন,নগদ টাকার।
কারণ,আমরা নিজ চোখে দেখেছি যে,
অনেক রোহিঙ্গা নাফ নদীর কিনারা হতে ৪০/৫০মাইল দূরে স্বরণার্থী ক্যাম্প পর্যন্ত পায়ে হেঁটে আসতে হচ্ছে!
শুধু টাকার অভাবে।
২/ ওদের অধিকাংশ অবস্থান করছে,পাহাড়ি এবং জংগলি স্থানে।
এ-সব জায়গায় ক্ষতিকর মশার উপদ্রব বেশি।
মশারী সহ মশা নিধন কল্পে কোন পথ অবলম্বন করা যায়, ভেবে দেখতে হবে।
৩/ ওদের অধিকাংশ মহিলার সাথে ছোট বাচ্চা রয়েছে।
ওদের দীর্ঘ সফর,অর্ধাহার বা অনাহারের কারণে বাচ্চারা দুধ পাচ্ছেনা।
Comments