উনাদের প্রয়োজন,নগদ টাকার

Image may contain: 1 person, sitting
ত্রাণ সহযোগিতা কারীদের দৃষ্টি আকর্ষন করছি।
আমরা শাহপরির দ্বীপ, টেকনাফ,কুথুপালং, পান বাজারসহ সকল রোহিঙ্গা স্বরণার্থী ক্যাম্প পরিদর্শন করে যা বুঝেছি তা আপনাদের খেদমতে পেশ করলাম।
স্বরণার্থী ও আপনাদের সুবিধার্থে-

১/ উনাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন,নগদ টাকার।
কারণ,আমরা নিজ চোখে দেখেছি যে,
অনেক রোহিঙ্গা নাফ নদীর কিনারা হতে ৪০/৫০মাইল দূরে স্বরণার্থী ক্যাম্প পর্যন্ত পায়ে হেঁটে আসতে হচ্ছে!
শুধু টাকার অভাবে।

২/ ওদের অধিকাংশ অবস্থান করছে,পাহাড়ি এবং জংগলি স্থানে।
এ-সব জায়গায় ক্ষতিকর মশার উপদ্রব বেশি।
মশারী সহ মশা নিধন কল্পে কোন পথ অবলম্বন করা যায়, ভেবে দেখতে হবে।

৩/ ওদের অধিকাংশ মহিলার সাথে ছোট বাচ্চা রয়েছে।
ওদের দীর্ঘ সফর,অর্ধাহার বা অনাহারের কারণে বাচ্চারা দুধ পাচ্ছেনা।

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা