নবাবগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার দিঘীরপাড় এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত আফজাল হোসেন বাবু (২৫) ওই এলাকার মো.মজিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার মিনহাজ উদ্দিনের ছেলে মিজানের (২৫) সঙ্গে বাবুর দীর্ঘদিনের বিরোধ ছিল। বুধবার রাতে মিজান ধারালো অস্ত্র দিয়ে বাবুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় বাবুর চিত্কারে স্থানীয়রা এগিয়ে গেলে মিজান পালিয়ে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিত্সাধীন বাবুকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্দের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ইত্তেফাক/এএম।
Comments