ডোকলাম এখন অতীত, বলল চিন

Narendra Modi and Xi Jinping
এ বার চিনের মুখেই শোনা গেল ‘হিন্দি চিনি ভাই ভাই’।
কলকাতায় চিনা দূতের বক্তব্য, ডোকলাম এখন অতীত। দুই প্রতিবেশী দেশ চিন ও ভারত তাদের সম্পর্কটাকে ‘‘আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার’’ জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চলছে।
গণপ্রজাতন্ত্রী চিনের ৬৮তম বার্ষিকী পালনের এক অনুষ্ঠানে শুক্রবার কলকাতায় চিনের কনসাল জেনারেল মা ঝানউ বলেছেন, ‘‘ডোকলাম অতীত। ভারত ও চিন এখন কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। দ্বিপাক্ষিক সম্পর্ককে কী ভাবে আরও মজবুত করা যায়, আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, গত ৫ সেপ্টেম্বর তা নিয়ে চিনের প্রেসিডেন্ট শি চিনফিং-এর সঙ্গে আলোচনা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই দু’টি দেশ যত বেশি কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, পারস্পরিক দেওয়া নেওয়া ও সহযোগিতা ততই বাড়বে।’’
চিনে ‘ব্রিকস’ দেশগুলির শীর্ষ সম্মেলনের ফাঁকে গত ৫ সেপ্টেম্বর আলাদা ভাবে বৈঠকে বসেছিলেন মোদী ও চিনফিং।
                                 


Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা