বাংলাদেশে চাল রফতানি বন্ধের সিদ্ধান্ত ভারতের!


চলতি বছরের ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রায় আড়াই মাস বাংলাদেশে চাল রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আজ বুধবার ভারতীয় পত্রিকা ‘এই সময়’ এ ‘আড়াই মাস বাংলাদেশে চাল রফতানি বন্ধ রাখবে ভারত’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দৈনিক আমাদের সময়ের পাঠকদের জন্য সেই প্রতিবেদনটি হুবহু তুলে ধরা হলো:
‘‘খাদ্যসঙ্কটে পড়তে পারে বাংলাদেশ! চলতি বছরের ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রায় আড়াই মাস বাংলাদেশে চাল রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বেনাপোল শুল্ক বিভাগ সূত্রের খবর, এ বিষয় নিয়ে বাংলাদেশকে চিঠি পাঠিয়েছে ভারতীয় কাস্টমস।
ভারতের বিদেশ মন্ত্রকের বৈদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালক আলোক চতুর্বেদীর স্বাক্ষরিত চিঠিতে জানিয়েছেন, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ভারত বাংলাদেশে চাল রফতানি করতে পারবে না। কারণ, ভারতে অভ্যন্তরীন খাদ্যকেন্দ্রিক জনবান্ধব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ফলে খাদ্য বিতরণের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার এ মুহূর্তে বাংলাদেশে নেই। আর ডেপুটি হাইকমিশনার এ মুহূর্তে কক্সবাজারের উখিয়ায় রয়েছেন। বিকেলে তাঁর ঢাকায় ফেরার কথা আছে।
ফেরার পরই তাঁর সঙ্গে কথা বলে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, চাল মজুতের বিরুদ্ধে ইতোমধ্যে সরকারি অভিযান শুরু হয়েছে। যাঁদের গোডাউনে চাল মজুতের প্রমাণ পাওয়া যাবে তাঁদের গ্রেপ্তার করে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।’

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা