আত্মসমর্পণ করতে চান দাউদ ইব্রাহিম!




আত্মসমর্পণ করতে চান আন্ডারওয়ার্ল্ডের বেতাজ বাদশা দাউদ ইব্রাহিম। চাঞ্চল্যকর এই দাবিই করলেন রাজ ঠাকরে।


বৃহস্পতিবার মহারাষ্ট্র নবনির্মাণ সেনাপ্রধান দাবি করলেন, ডি কোম্পানি প্রধান দাউদ ইব্রাহিম আত্মসমর্পণ করতে চান। এর জন্য তিনি সরকারের সঙ্গে কথাবার্তাও চালাচ্ছেন।
গত সোমবার দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকারকে গ্রেফতার করে পুলিশ। জেরায় সে স্বীকার করেছে, ভারতের চাপে পড়ে চারবার আস্তানা বদল করেছে দাউদ।
তবে পাকিস্তান থেকেই সে ‌যে এখন তার সাম্রাজ্য চালাচ্ছে, তা ইকবালের কথায় স্পষ্ট।
ফেসবুক পেজ লঞ্চ অনুষ্ঠানে রাজ ঠাকরে বলেন, একটা জিনিস আমি বুঝি, সেটি হল দাউদ এবার আত্মসমর্পণ করতে চায়। ও এখন কোণঠাসা হয়ে পড়েছে। দেশের মাটিতেই মরতে চায়। ফলে দেশে ফেরার জন্য সে এখন কেন্দ্রের সঙ্গে জোর কথাবার্তা চালাচ্ছে। দাউদ নিজে ফিরতে চাইছে কিন্তু বিজেপি দাবি করবে তারা দাউদকে ফিরিয়ে এনেছে।
এদিকে দাউদ নিজে থেকে আত্মসমর্পণ করতে চাইলেও বিজেপি এটাকে তার নিজের কৃতিত্ব বলে দাবি করছে।
১৯৯০ সালে মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা সরকার ঘোষণা করেছিল। তারা দাউদকে বিদেশ থেকে কোমরে দড়ি বেঁধে দেশে আনবে। সেসব এখন ইতিহাস। বহাল তবিয়তেই পাকিস্তান থেকে কারবার চালাচ্ছেন মাফিয়া ডন।
                                                      logo

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা