মিয়ানমারে সামরিক সরঞ্জাম বিক্রি করতে চায় ভারত /অনলাইন ডেস্ক/ইত্তেফাক/কেআই

মিয়ানমারে সামরিক সরঞ্জাম বিক্রি করতে চায় ভারত
প্রতিবেশী দেশ মিয়ানমারকে সামরিক সরঞ্জাম সরবরাহ করবে ভারত। এ নিয়ে দুটি দেশের মধ্যে আলোচনা চলছে। সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর সামরিক বাহিনীর অভিযানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মধ্যেই ভারত এ উদ্যোগ নিচ্ছে। যাকে মিয়ানমারের কার্যক্রমের প্রতি সমর্থন হিসেবে বিবেচনার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে এমনটিই উল্লেখ করা হয়েছে।
মিয়ানমারের নৌ-প্রধান ভারতে চারদিনের সফরকালে এসব বিষয়ে আলোচনা হয়। বৃহস্পতিবার ওই সফর শেষ হয়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকায় টহল নৌযান সরবরাহের বিষয়ে আলোচনা হয় বলে রয়টার্সকে জানান ভারতের এক সেনা কর্মকর্তা। সফরকালে মিয়ানমারের নৌপ্রধান মুম্বাইয়ে ভারতের নৌজাহাজ নির্মাণ এলাকা পরিদর্শন করেছেন। ভারত এমন এক সময়ে এ উদ্যোগ নিয়েছে যখন রোহিঙ্গাদের প্রতি সহিংসতা মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানের প্রতিবাদে দেশটির সেনাবাহিনীকে দেওয়া প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত করেছে যুক্তরাজ্য।
শুধু সরঞ্জাম বিক্রি নয়, ভারতে ভারতের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোতে মিয়ানমারের নৌবাহিনী সদস্যদের প্রশিক্ষণের বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে ভারতের সামরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে চীনের বিপরীতে দাঁড়ানোর চেষ্টা করছে ভারত। সেকথা স্বীকার করে ভারতের ওই সেনা কর্মকর্তা বলেন, ‘মিয়ানমার আমাদের পূর্বমুখী নীতির একটি স্তম্ভ এবং সম্পর্কের একটি বড় জায়গা প্রতিরক্ষা।’
ইত্তেফাক/কেআই

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

তৈরি করুন শীতের ভাপা পিঠা

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য