সলঙ্গায় শিবিরের তিন কর্মী আটক সিরাজগঞ্জ প্রতিনিধি

সলঙ্গায় শিবিরের তিন কর্মী আটক
পোস্টার সাঁটানো, লিফলেট বিতরণ ও নাশকতার অভিযোগে সিরাজগঞ্জের সলঙ্গায় ছাত্রশিবিরের তিন কর্মীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের পাচান এলাকা থেকে তাদের আটক করে থানায় সোর্পদ করে স্থানীয় ছাত্রলীগ কর্মীরা।

আটকরা হলেন, রামকৃষ্ণপুর ইউনিয়নের ভট্রমাঝুড়িয়া এলাকার মৃত হোসেন আলীর ছেলে শফিকুল ইসলাম (৩২), উনুখাঁ গ্রামের আব্দুল জলিলের ছেলে মোহায়মেনুল ইসলাম মামুন (২৮) ও জালশুকা গ্রামের আলহাজ্ব আব্দুর রহমানের ছেলে মেহেদি হাসান রতন (২২)।  
সলঙ্গা থানার উপ-পরির্দশক (এসআই) শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পোস্টার সাঁটানো, লিফলেট বিতরণকালে রামকৃষ্ণপুর ইউনিয়নের পাচান এলাকা থেকে শিবিরের তিন কর্মীকে আটক করা হয়।  
তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। মঙ্গলবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হবে।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক রিয়াদুল কবির হান্নান জানান, আটক তিন কর্মীসহ বেশ কিছু ছাত্রশিবির ও জামায়াতের নেতাকর্মীরা ইউনিয়নে লিফলেট বিতরণ ও নাশকতা করে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যার আগে পোস্টার সাঁটানো ও লিফলেট বিতরণের সময় তাদের নিষেধ করা হলেও তা ভঙ্গ করে। পরে তাদের আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়।  
বিডি প্রতিদিন/০৮ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

তৈরি করুন শীতের ভাপা পিঠা

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য