পূর্বজন্মের বাবাকে চিনিয়ে দিল তিন বছরের শিশু! পুনর্জন্মের ‘প্রমাণ’ মিলল ভারতে

Child
পুনর্জন্মের ‘প্রমাণ’ মিলল ভারতে। প্রতীকী ছবি— পিক্সঅ্যাবে

মাত্র ৩ বছর বয়সি ছেলে কীভাবে এমন একটা জায়গার নাম বলছে, যেখানে সে কোনও দিন যায়নি— এই ভেবে অবাক হন জিতনের মা-বাবা।

উত্তরপ্রদেশের লক্ষ্মীপুরে শিশুর পুনর্জন্ম হল। এই ঘটনায় গ্রামের মানুষ সকলেই স্তম্ভিত। মাত্র ৩ বছর বয়সে নিজেই নিজের পুনর্জন্মের কথা শোনাল এই শিশু। জিতন নামে এই শিশুটির মুখে এখনও ঠিকঠাক কথা ফোটেনি। কিন্তু সেই আধো আধো গলাতেই সে বলে উঠছে, ‘‘আমার বাড়ি তো ভোলাপুরে আর আমার বাবা একজন বিদেশি।’’ 
বাচ্চাটির মা-বাবা জানান, জিতন রীতিমতো জেদ ধরে বসেছিল যে, তাকে ভোলাপুরে বিদেশি বাবার সঙ্গে দেখা করাতে হবে। সেই মতো এই জন্মের মা-বাবাও ঠিক করে নিয়েছিলেন যেভাবেই হোক ছেলেকে আগের জন্মের পরিবারের সঙ্গে দেখা করাতে চেষ্টার ত্রুটি রাখবেন না। আর নিজেদের কথাও রেখেছেন তাঁরা। আগের জন্মের পিতার সঙ্গে ছেলের দেখাও করিয়েছেন। 
এক হিন্দি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ২০১৫ সালের ১৫ অগস্ট লক্ষ্মীপুরের মাখনগঞ্জে শিবকুমার ও রামাবতীর কোলে জন্ম নেয় জিতন। এই সন্তানের আগে শিবকুমার ও রামাবতীর একটি রেণু নামে এক মেয়েও আছে। রাখির দিন যখন দিদি রেণু জিতানের হাতে রাখি বাঁধতে যায় তখন, সে রাখি পরতে রাজি হয়নি। বরং বলে, তার বোন নাকি ভোলাপুরে থাকে, আর তার হাত থেকেই সে রাখি পরবে। মাত্র ৩ বছর বয়সি ছেলে কীভাবে এমন একটা জায়গার নাম বলছে, যেখানে সে কোনও দিন যায়নি— এই ভেবে অবাক হন জিতনের মা-বাবা। 
এর পরেই ছেলের মুখে শোনা তার আগের জন্মের ‘বিদেশি বাবার’ খোঁজ শুরু করে জিতনের বাবা-মা। শেষ পর্যন্ত ভোলাপুরে সেই ব্যক্তির খোঁজ মেলে।
ভোলাপুরে সেই বিদেশি বাবার বাড়ি নিয়ে যাওয়া হয় জিতানকে। বিদেশি ব্যক্তিকে দেখতেই ‘‘এই তো আমার বাবা’’ বলে চিৎকার করে ওঠে জিতন। এই ‘বিদেশি’ ব্যক্তির নাম দিলীপ।
দিলীপ জানান, তাঁর ৩০ বছরের ছেলে ঠিকাদারের কাজ করতেন। ২০১২ সালে ১৭ মে দক্ষিণ ভারতের এক সমুদ্র তীরে স্নান করতে গিয়ে তলিয়ে যান। দিলীপ আরও জানান যে, বাচ্চাটি যখন তার বাড়িতে আসে তখন দিলীপের বহু জিনিস দেখে বলতে থাকে যে সেগুলি তার। কিন্তু জিতান শেষ পর্যন্ত কোন পরিবারের কাছে থাকবে সেই নিয়ে গ্রামবাসীরা প্রশ্ন তুলছে। তবে এই শিশুটিকে নিয়ে দুই পরিবারের মধ্যে কোনও বিভেদ নেই। 

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা