বিপজ্জনক’ রোহিঙ্গাদের জন্য ৭০০টন ত্রাণ পাঠাল কেন্দ্র

কলকাতা: রোহিঙ্গা ইস্যুতে সুপ্রিম কোর্টে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কেন্দ্র৷ বিবৃতি দিয়ে কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রোহিঙ্গা সমস্যা দেশের জন্য বিপজ্জনক৷ তবে, সুপ্রিম কোর্টে নিজে অবস্থান খোলাখুলি জানিয়ে দিলেও রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে কার্পণ্য দেখাল দেখাল না নরেন্দ্র মোদীর সরকার৷ রোহিঙ্গাদের জন্য দ্বিতীয় দফায় প্রায় ৭০০ টন ত্রাণ সামগ্রী পাঠাল ভারত সরকার৷
ত্রাণ নিয়ে ভারতীয় নৌ-সেনার যুদ্ধ জাহাজ আইএনএস ঘাড়িয়ালকে শনিবার রওয়ানা করানো হয়৷ জলপথে প্রায় ৭০০টন ত্রাণ এদিন পাঠানো হয় বাংলাদেশে৷ চট্টগ্রামে বন্দরে নামোর পর সেখান থেকে সড়ক পথে ত্রাণ সামগ্রীগুলি রোহিঙ্গা শরণার্থী কেন্দ্রে পাঠানো হবে৷
- Advertisement -![]()
এর আগে রোহিঙ্গা মুসলিমদের জন্য বাংলাদেশে আকাশ পথে ত্রাণ পাঠিয়েছে ভারত সরকার৷ মানবিক কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে৷ সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে এই খবর৷ রোহিঙ্গা মুসলিমদের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই সাড়া জেগেছে আন্তর্জাতিক মহলে৷ রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস জানিয়েছেন, রাখাইনে মোতায়েন সেনাবাহিনীকে সংযত করুক সেদেশের সরকার৷
Comments