এ দেশে সংখ্যালঘু বলে কিছু নেই: তারানা হালিম

এ দেশে সংখ্যালঘু বলে কিছু নেই: তারানা হালিম
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, ধর্মীয় সম্প্রীতির এ দেশে সংখ্যালঘু বলে কিছু নেই। মানুষ হিসেবে প্রত্যেকের রয়েছে সমান অধিকার। বঙ্গবন্ধুর সোনার বাংলায় হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান সকলেই ভাই ভাই।
বৃহস্পতিবার দিনভর টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে পূজারীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতাময়ী নেত্রী। তিনি বাংলাদেশের প্রতিটি মানুষকে সমানভাবে ভালোবাসেন। তার কাছে কে মুসলিম কে হিন্দু তার কোন পার্থক্য নেই।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রীর সু-নজর রয়েছে আপনাদের প্রতি। আর এ জন্যই দেশের প্রতিটি মণ্ডপে অনুদান সহ পূজার সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে করে আপনারা নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন।'
এ সময় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লক্ষ্মীকান্ত সাহা, আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম রঙ্গু, মো. নিজাম উদ্দ্নি, মতিয়ার রহমান মতি, ধুবড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, খালিদ হোসেন, আব্দুর রাজ্জাক, সাঈদা ইয়াছমিন শিউলি, রৌশনারা মাসুদা, মো. কবীর হোসেন, ফরিদুর রহমান ফরিদ, নাগরপুর সরকারী কলেজের ভিপি আল মামুন প্রমুখ।
ইত্তেফাক/জামান

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা