ভোট জেতার হাতিয়ার নয় সরকার : মোদী

Modi

কৃষক সমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। শনিবার বারাণসীতে।— পিটিআই।

তাঁর কাছে দল নয়, দেশের মানুষই সবার আগে। সাধারণ মানুষের স্বার্থে যে কোনও পদক্ষেপ করতে প্রস্তুত তিনি। এ ক্ষেত্রে নিজের দল (বিজেপি) কোনও বাধা নয়, শনিবার বারাণসীতে এক কৃষক সমাবেশে এ কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে তাঁর দাবি, বিজেপি কোনও দিনই ভোটের রাজনীতি করে না। যা বোঝাতে প্রধানমন্ত্রী বললেন, ‘‘বিজেপি দরিদ্র মানুষের পাশে রয়েছে। অন্যদের থেকে আমাদের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা।’’ তাঁর আরও দাবি, ‘‘সরকার ভোট জেতার হাতিয়ার নয়। দেশের মানুষের জন্য কাজ করা এই সরকারের লক্ষ্য।’’
দু’দিনের সফরে শুক্রবার বারাণসী পৌঁছন প্রধানমন্ত্রী। ওই দিন এক জনসভায় মোদী নিশানা করেন বিরোধীদের। বলেছিলেন, ‘‘কেন্দ্রে এর আগের সরকারগুলি উন্নয়নকে ঘৃণা করে এসেছে। বরাবর লুঠ করে এসেছে জনগণের টাকা।’’ আর শনিবার যেন সেখান থেকেই শুরু করলেন প্রধানমন্ত্রী। এ দিন শাহানশাহপুর গ্রামে এক কৃষক সমাবেশে বিরোধীদের আক্রমণের পাশাপাশি স্বচ্ছ ভারত অভিযানের উপর বিশেষ গুরুত্ব দেন মোদী। স্বচ্ছতাকে ‘স্বভাব’-এ পরিণত করার ডাক দেন প্রধানমন্ত্রী। মোদীর কথায়, ‘‘স্বচ্ছ ভারতই পারে একমাত্র উন্নত, মজবুত ভারত গড়ে তুলতে।’’
পাশাপাশি, শৌচালয় স্থাপনের উপর বিশেষ জোর দেন প্রধানমন্ত্রী। শাহানশাহপুর গ্রামে একটি শৌচালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উদ্বোধন করেন একটি ‘পশু আরোগ্য মেলা’ এবং গো-শালার। পশু আরোগ্য মেলায় গবাদি পশুর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
                                       

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা