চেকপোস্টে হামলাচেষ্টা মামলার প্রতিবেদন দাখিল ১৯ অক্টোবর /অনলাইন ডেস্ক/ইত্তেফাক/কেকে

চেকপোস্টে হামলাচেষ্টা মামলার প্রতিবেদন দাখিল ১৯ অক্টোবর
খিলগাঁওয়ে র‌্যাবের চেকপোস্টে হামলা চেষ্টার ঘটনায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৯ অক্টোবর ধার্য করেছে আদালত।
আজ মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এ দিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ধার্য করেন।
প্রসঙ্গত, গত ১৮ মার্চ ভোরে রাজধানীর খিলগাঁওয়ের শেখের জায়গা নামক স্থানে র‍্যাবের নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলার চেষ্টা চালিয়ে নিহত হয়েছে এক মোটরসাইকেল আরোহী। শনিবার ভোর ৪টায় র‍্যাবের একটি চেকপোস্ট থেকে একটি মোটরসাইকেলে করে এসে হামলার চেষ্টা করা তিনি। এ সময় সেখানে থাকা র‍্যাব সদস্যরা গুলি চালালে হামলাকারী গুরুতর আহত হন। একই সঙ্গে আহত হন ২ র‍্যাব সদস্য। পরবর্তীতে আহত হামলাকারীকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইত্তেফাক/কেকে

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা