মিয়ানমারকে প্রযুক্তিসহ সব আধুনিক অস্ত্র দিচ্ছে ইসরাইল
রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারে আন্তর্জাতিক কূট রাজনীতি, টার্গেট পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক সম্পদ।
তালিবানের আনঅফিসিয়াল একটা ওয়েবসাইট থেকে আরাকানে ৫ হাজার যোদ্ধা পাঠানোর ঘোষণা দিয়েছে।
আমেরিকা যেন কোনভাবেই মায়ানমার ইস্যু ধরে এই উপমহাদেশে ঝামেলা করতে না আসে সেজন্য মায়ানমারের পক্ষে চীন জাতিসংঘে ভেটো দিয়েছে। এখন তালিবানের এ দাবী যদি সত্য হয় তাহলে চীনের সব প্রচেষ্টাই ব্যর্থ হবে। তালিবানের পেছন পেছন আমেরিকা আর ন্যাটো আসবে এটা প্রায় নিশ্চিতভাবে বলা যায়। গত দুই দশক ধরে আমেরিকা আফগানিস্তানে চরম মার খাচ্ছে কিন্তু পিছু ছাড়ছে না তালিবানের।
আমেরিকা যেন কোনভাবেই মায়ানমার ইস্যু ধরে এই উপমহাদেশে ঝামেলা করতে না আসে সেজন্য মায়ানমারের পক্ষে চীন জাতিসংঘে ভেটো দিয়েছে। এখন তালিবানের এ দাবী যদি সত্য হয় তাহলে চীনের সব প্রচেষ্টাই ব্যর্থ হবে। তালিবানের পেছন পেছন আমেরিকা আর ন্যাটো আসবে এটা প্রায় নিশ্চিতভাবে বলা যায়। গত দুই দশক ধরে আমেরিকা আফগানিস্তানে চরম মার খাচ্ছে কিন্তু পিছু ছাড়ছে না তালিবানের।
বিভিন্ন মিডিয়া নিউজ করেছে বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গারা ধর্ষণের শিকার হচ্ছে, লুট করা হচ্ছে তাদের শরীরে থাকা স্বর্ণ ও মালপত্র। রোহিঙ্গাদের নিরাপত্তা দানের কথা বলে যে কোন সময় মার্কিনীরা সেন্ট মার্টিন দ্বীপে এসে ঘাঁটি গাঁঁড়বে, শান্তি প্রতিষ্ঠার নামে, যা তারা ১৯৭৬ সাল হতে চাচ্ছে।
মার্কিনীরা সূ চিকে বলছে আক্রমণ করো, তাদের লক্ষ্য একটাই সেন্ট মার্টিন এ ঘাটি গেঁড়ে বঙ্গোপসাগর এবং বাংলাদেশ, ভারতের সেভেন সিস্টার্স ও মায়ানমারের খনিজ সম্পদ লুট— এজন্য তারা যত রক্ত ঝরাতে হয় ঝরাবেই ।
আবার মিয়ানমারকে প্রযুক্তিসহ সব আধুনিক অস্ত্র দিচ্ছে ইসরাইল। আবার বাংলাদেশের পাহাড়ি সন্ত্রাসীদের সরাসরি অস্ত্র সহায়তা দিচ্ছে মিয়ানমার। মিয়ানমার ফেনী পর্যন্ত নিজেদের বলে দাবি করছে।
অতএব বাংলাদেশ আবেগ নিয়ে নাকে তেল দিয়ে ঘুমালে চরম মূল্য দিতে হবে।
মার্কিনীরা সূ চিকে বলছে আক্রমণ করো, তাদের লক্ষ্য একটাই সেন্ট মার্টিন এ ঘাটি গেঁড়ে বঙ্গোপসাগর এবং বাংলাদেশ, ভারতের সেভেন সিস্টার্স ও মায়ানমারের খনিজ সম্পদ লুট— এজন্য তারা যত রক্ত ঝরাতে হয় ঝরাবেই ।
আবার মিয়ানমারকে প্রযুক্তিসহ সব আধুনিক অস্ত্র দিচ্ছে ইসরাইল। আবার বাংলাদেশের পাহাড়ি সন্ত্রাসীদের সরাসরি অস্ত্র সহায়তা দিচ্ছে মিয়ানমার। মিয়ানমার ফেনী পর্যন্ত নিজেদের বলে দাবি করছে।
অতএব বাংলাদেশ আবেগ নিয়ে নাকে তেল দিয়ে ঘুমালে চরম মূল্য দিতে হবে।
Comments