ডোকলাম ‘ক্লোজড চ্যাপ্টার’, ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে আগ্রহী চিন

কলকাতা: ডোকলাম এখন অতীত৷ ভারত-চিন দু’দেশই ডোকলাম পর্ব ভুলে তাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে একসঙ্গে কাজ করতে আগ্রহী৷ চিনের কাউন্সেল জেনারেল মা জাং উ একথা জানান৷ চিনা কাউন্সেল জেনারেল বলেন, একজোটে কাজ করলে দু’দেশের মধ্যে সহযোগিতা ও সম্পর্কের আদান-প্রদান আরও প্রসারিত হবে৷
পিপলস রিপাবলিক অফ চায়নার ৬৮তম বর্ষপুর্তি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে আসেন মা জাং উ৷ সেখানে তিনি বলেন, ৫ই সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট জি জিংপিংয়ের মধ্যে বৈঠক হয়৷ বৈঠকে দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ তিনি আরও বলেন, দুই দেশ একযোগে কাজ করলে তাদের মধ্যে পারস্পরিক আদান-প্রদান ও সহযোগিতা আরও বাড়বে৷
- Advertisement -
এদিনের অনুষ্ঠানে স্বাভাবিক ভাবেই উঠে আসে ডোকলাম ইস্যু৷ ডোকলামের সীমান্ত জটিলতার কারণে প্রায় আড়াই মাস দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে৷ তারপরে কূটনেতিক স্তরে আলাপ আলোচনা শুরু হয়৷ তাতে ইতিবাচক সাড়া মেলে৷ ২৮শে অগষ্ট নয়াদিল্লি ও বেজিংয়ের ঘোষণার পর ডোকলাম সমস্যায় ইতি পড়ে৷ এরপর ৫ই সেপ্টেম্বর ব্রিকস সম্নেলনে যোগ দিতে নরেন্দ্র মোদী চিন সফরে যান৷ চিনা প্রেসিডেন্ট জি জিংপিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি৷ তারপর থেকে পরিস্থিতি বদলাতে থাকে৷ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে নয়াদিল্লি ও বেজিংয়ের সম্পর্ক৷
ডোকলাম যে এখন অতীত তা মানছে চিনও৷ চিনা কাউন্সেল জেনারেল বলেন, ডোকলামকে পিছনে ফেলে এসেছি৷ এখন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজ করতে হবে৷
Source Suman Chakraborty

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা