রাখাইনে গণহত্যা চলছে, সিএনএনকে রোহিঙ্গা শরণার্থীরা

রাখাইনে গণহত্যা চলছে, সিএনএনকে রোহিঙ্গা শরণার্থীরা
জাতিসংঘের হিসাবানুযায়ী প্রায় ৫০ হাজার রোহিঙ্গা মৃত্যুর হাত থেকে পালিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন এর বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে মিয়ানমার সেনাবাহিনীর হাত থেকে প্রাণ নিয়ে বাংলাদেশে প্রবেশ করা ব্যক্তিদের করুণ ভাষ্য।


রোহিঙ্গাদের উপর মিয়ানমার সামরিক বাহিনীর নির্যাতনের যে বর্ণনা উঠে এসেছে তা রীতিমত রোমহর্ষক। হামিয়া বেগম নামের এক শরণার্থী বলেন, তারা আমাদের পেটাচ্ছে, গুলি করছে এবং ছুড়ি দিয়ে হত্যা করছে। অনেক মানুষ হত্যা করা হয়েছে। অনেক নারীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। 

ইতিমধ্যে বাংলাদেশে ২ থেকে ৫ লাখ রোহিঙ্গা বাস করছে। গত অক্টোবরে সহিংসতার ধাক্কায় ৮৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছিল। সর্বশেষ সহিংসতা শুরু হওয়ার এক সপ্তাহে আরো ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জাতিসংঘের ধারণা।

গত বৃহস্পতিবার মিয়ানমার সরকার জানিয়েছে, গত শুক্রবার থেকে নতুন করে সংঘাত শুরু হওয়ার পরে ‘ক্লিয়ারেন্স অভিযানে’ এক সপ্তাহে ৩৯৯ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৩৭০ জন ‘জঙ্গি’ রয়েছে। তবে বিভিন্ন অধিকার কর্মীরা বলেছেন মিয়ানমার সেনাবাহিনী নিরপরাধ নারী-পুরুষকে হত্যা করা হয়েছে।

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

তৈরি করুন শীতের ভাপা পিঠা

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য