ইসলাম শুধু ধর্ম নয়, রাজনৈতিক মতবাদও : জার্মান রাজনীতিবিদ

ডানপন্থি দল অল্টারনেটিভ জার্মানির যুগ্ম-প্রতিষ্ঠাতা আলেজান্ডার গলান্দ মন্তব্য করেছেন যে, ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয়, এটি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। সমাজের সর্বস্তরেই তারা ভূমিকা রাখতে চায় এবং তাদের মতবাদ গণতন্ত্রের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
সংবাদ সম্মেলনে গালান্দ আরো বলেন, জার্মানিতে বেড়ে উঠা ইসলামীকরণ নিয়ে তিনি ভীত, এটা তাদের গণতান্ত্রিক রাষ্ট্রের সর্বস্তরেই প্রভাব ফেলবে। এটা জার্মানির সংস্কৃতিক পরিচয় এবং অভ্যন্তরীণ শান্তির সমস্ত কিছুকেই হুমকির মধ্যে ফেলবে।
জার্মানির ফেডারেল নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ বাকি। আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জার্মানির ফেডারেল নির্বাচন। নির্বাচনের আগ মুহূর্তে তিনি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
আলেজান্ডার গলান্দ এবারের নির্বাচনে তার দলের একজন নেতৃত্বস্থানীয় প্রতিনীধি। তিনি মনে করেন, গোঁড়া ইসলাম এখনকার সময় বেমানান। আধুনিক ধর্মনিরপেক্ষ, স্বাধীন গণতান্ত্রিক যুগে তাদের নীতি কারো সাথেই খাপ খায় না।
তিনি আরো বলেছেন যে, রাষ্ট্র থেকে চার্চকে আলাদা করার মাধ্যমেই গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। কিন্তু, সনাতন ইসলাম তা মানতে চায় না। তারা ধর্ম ও রাষ্ট্রকে এক করে দেখে। তারা ধর্মের মধ্য দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ধর্ম তাদের কাছে শুধুমাত্র ব্যক্তিগত মোক্ষ লাভের জায়গা নয়।
তিনি পর্দাপ্রথারও বিরোধীতা করেন। কাজের জায়গায় নারীদের হিজাবও পরা যাবে না বলে তিনি আইন পাশ করতে চান।
৭৬ বছর বয়সী এ প্রবীণ রাজনীতিবিদ অনেক আগে থেকেই বিতার্কিত মন্তব্যের জন্য পরিচিত। মাত্র তিনদিন আগেই তিনি ‘নাৎসীবাহিনীর জন্য জার্মানদের এখন ক্ষমা চাওয়া বাদ দেয়া উচিত’ মন্তব্য করে প্রচÐ সমালোচিত হয়েছিলেন। তাকে বর্ণবাদী বলে গাল দিয়েছেন স্বয়ং অ্যাঞ্জেলা মেরকেল।
Source
Tapan Maiti 

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

তৈরি করুন শীতের ভাপা পিঠা

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য