ভয়ঙ্কর স্মিথকে ফেরালেন তাইজুল
উইকেটে অধিনায়ক, খেলছিলেন দারুণ। আরেক প্রান্তে দুই বছর পর টেস্ট দলে ফেরা নাসিরের ব্যাটেও ছিল ভালো কিছুর আভাস। আশা ছিল তাই বড় কিছুর। হলো উল্টো। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৩০৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে শুরুতেই (দলীয় ১৫ রানে) ম্যাট রেনশকে ফিরিয়ে প্রথম ধাক্কাটি দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এর পর ভয়ঙ্কার হয়ে ওঠা ওয়ানার-স্মিথ জুটি ভাঙ্গেন তাইজুর রহমান। এই স্পিনারের দুদান্ত এক ঘূণির যাদু বুঝতে না পেরে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন স্মিথ। ফিফটি তুলে অধিনায়ক থামেন ৫৮ রানে।
দ্বিতীয় দিন সকালেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের ব্যাটিং। ৬২ রানে দিন শুরু করা মুশফিক ফিরেছেন শুরুতেই, আর মাত্র ৬ রান যোগ করে (৬৮) পরিনত লায়নের আরেক শিকারে। ১৯ রানে থাকা নাসিরও দেখাচ্ছিলেন ব্যাটে ঝলক।...
Comments