আক্কেলপুরে গৃহবধূ ধর্ষণ অভিযোগে আটক ৩ আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে গত শুক্রবার রাতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার রাতে তিনজনকে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃত তিনজন হলেন, ওই স্টেশনের চা দোকানের কর্মচারী রনি হোসেন (২৫)। স্থানীয় বাজারের দুই নৈশপ্রহরী ইসমাইল হোসেন (৪৮) এবং আব্দুর রাজ্জাক (৩২)।
আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ওই গৃহবধূকে থানায় আনা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য রবিবার তাকে হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, ওই গৃহবধূ স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার জন্য শুক্রবার রাতে রকেট মেইল ট্রেনে তিলকপুর স্টেশনে নামে। রাত গভীর হওয়ায় তিনি আর যেতে পারেননি। পরে স্টেশন মসজিদের শৌচাগারে তাকে কয়েকজন ধর্ষণ করে। গৃহবধূ বাবার বাড়ি গিয়ে ঘটনাটি জানান। আক্কেলপুর থানা পুলিশ শনিবার রাত নটায় তিলকপুর বাজারে গিয়ে ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।
ইত্তেফাক/জামান
Comments