রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ / ইত্তেফাক রিপোর্ট

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাজধানীর কামরাঙ্গীরচর বেরিবাঁধ লোহারপুল এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোহাম্মদ আলী (৩৫) ও যাত্রাবাড়ী শনির আখড়ায় প্রাইভেটকারে ধাক্কায় অজ্ঞাত (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আবুল হোসেন (৫৮) নামে এক অ্যাডভোকেট আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে লোহারপুল বেরিবাঁধে দুর্ঘটনা গুরুতর আহত হন মোহাম্মদ আলী। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আলীর সহকর্মী নেসার উদ্দিন জানান, লোহারপুল বেরিবাধে ভবনের ছাদ ঢালাইয়ের মিক্সার মেশিন টেনে নিয়ে যাওয়ার সময় বিপরীতদিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, যাত্রাবাড়ি শনির আখড়া বাসস্ট্যান্ডে লেগুনায় উঠার সময় পেছন দিক থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দেয় অজ্ঞাত ওই ব্যক্তিকে। পরে পথচারীরা দুই গাড়ির মধ্যে চাপা পড়ে থাকা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী জহিরুল ইসলাম জানান, বেলা ১টার দিকে শনির আকড়া বাস ষ্ট্যান্ড থেকে লেগুনায় উঠছিলেন ওই ব্যক্তি। এ সময় পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। পথচারী আরও জানান, নিহত ব্যক্তির পকেট থেকে ভিজিটিং কার্ড পাওয়া যায়। কার্ডে লেখা- প্রফেসর আবদুর রশিদ, ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। তবে কার্ডটি মৃত ব্যক্তির কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ইত্তেফাক/কেকে

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা