মিয়ানমারের দুই আলোকচিত্রীর জামিন

কক্সবাজার থেকে গ্রেফতারের ১০ দিন পর মিয়ানমারের দুই আলোকচিত্র সাংবাদিককে জামিন দিয়েছেন আদালত।
শনিবার কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজীব কুমার দেব তাদের জামিনের রায় দেন।

আসামি পক্ষের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,  আদালত তলব করলে হাজির হওয়ার শর্তে তাদের জামিন মঞ্জুর করা হয়েছে।

রোহিঙ্গা সংকটের মধ্যে গত ১৩ সেপ্টেম্বর উখিয়া সীমান্ত এলাকায় ‘সন্দেহজনকভাবে’ ঘোরাফেরা করার সময় ওই দুজনকে গ্রেফতার করে পুলিশ।

মিনজাইয়ার উ ও হকুন লাট নামে মিয়ানমারের এই দুই নাগরিক জার্মানির হামবুর্গভিত্তিক ‘জিও’ সাময়িকীতে কাজ করেন।

কক্সবাজারের এএসপি আফরুজুল হক টুটুল বলেন,  তারা সাংবাদিক পরিচয় গোপন রেখে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন।  কক্সবাজারের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ছবি তুলছিলেন এবং সরকারি কর্মকর্তাদের মিথ্যা তথ্য দিয়ে তথ্য সংগ্রহ করছিলেন ওই দুজন।

সীমান্তে এই বিপর্যয়কর পরিস্থিতির ছবি সংগ্রহ করতে তারা বাংলাদেশে এসেছিলেন।
                                           logo

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা