ভুয়া খবরের সম্রাট হর্নারের মৃত্যু

তার লেখা ভুয়া খবর মার্কিন মুল্লুকে আলোড়ন তুলেছে অনেকবার, ইন্টারনেটে হয়েছে ভাইরাল। আর এবার তিনিই সংবাদ শিরোনামে। গত সপ্তাহে ফিনিক্সে মৃত অবস্থায় পাওয়া গেছে তাকে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৮। ভুয়া খবর প্রকাশ করে ব্যাপক পরিচিতি পাওয়া সাংবাদিক পাউল হর্নার মারা গেছেন।
যুক্তরাষ্ট্রের ফিনিক্সের কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে যে, সম্ভবত ঘটনাক্রমে পরিমিতমাত্রার চেয়ে বেশি ওষুধ খেয়েছিলেন তিনি। আর তাতেই মৃত্যু ঘটে তার।
প্রসঙ্গত, ইন্টারনেটে ভুয়া সংবাদ প্রকাশের জন্য পরিচিত ছিলেন হর্নার। গত বছর মার্কিন নির্বাচনের সময় তার লেখা এ রকম কিছু সংবাদ ভাইরাল হয়ে যায়। ট্রাম্পবিরোধী প্রচারকরা রাস্তায় প্রতিবাদকারী জোগাড় করতে অর্থ খরচ করছে, তার লেখা এমন এক সংবাদ ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজনরাও শেয়ার করেছেন।
হর্নার অবশ্য মনে করতেন, তিনি ভুল সংবাদ প্রকাশ করছেন না; বরং বিদ্রূপ করছেন। এখন কেউ যদি তা গুরুত্বসহকারে নেয় এবং শেয়ার করে, তাদের নিন্দাই জানান তিনি।
মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয়ের পেছনে তিনি অবদান রেখেছেন বলেও ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেন পাউল হর্নার। তবে তিনি নিজেকে কখনোই ট্রাম্পের সমর্থক হিসেবে দাবি করেননি।
মানবকণ্ঠ/জেডএইচ
Comments