টিম অস্ট্রেলিয়ার বাসে পাথরের আঘাত এলো কোত্থেকে?

বাংলাদেশে অস্ট্রেলিয়া ক্রিকেট দল
বন্দর নগরী চট্টগ্রামে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে বহনকারী বাসে পাথরের আঘাত লেগেছে বলে বাংলাদেশের কর্মকর্তারা বলছেন।
দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে সোমবার সন্ধ্যায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে হোটেলে ফেরার সময় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারল।
এতে বাস জানালার একটি কাঁচ ভেঙ্গে গেছে বলে শন ক্যারল এক বিবৃতিতে জানিয়েছেন। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
শন ক্যারল উল্লেখ করেন, বাংলাদেশ কর্তৃপক্ষ এ ঘটনাটিকে বেশ গুরুত্বের সাথে নিয়েছে এবং চলাচলের নিরাপত্তা বাড়ানো।
অস্ট্রেলিয়ার কর্মকর্তারা ধারণা করছেন, ছোট আকারের পাথর বাসের জানালায় আঘাত লেগেছে।
জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হলেও সেটি পুরোপুরি ভেঙ্গে বাসের ভেতরে পড়েনি।
অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছে, এ ঘটনায় অস্ট্রেলিয়া দলের খোলোয়াড়রা কিছুক্ষণের জন্য ভয় পেয়েছিল।
চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার বিবিসি বাংলাকে জানিয়েছেন, কেউ ইচ্ছাকৃতভাবে অস্ট্রেলিয়া দল বহনকারী বাসে পাথর ছুঁড়েছে বলে মনে হয় না।
পুলিশ কমিশনার বলেন, ‘তারা যে রাস্তা দিয়ে আসা-যাওয়া করছিল সেখানে রাস্তা সংস্কারের কাজ চলছিল। তখন অন্য গাড়ির চাকার নিচে পরে কোন পাথরটি অস্ট্রেলিয়া দলকে বহনকারী বাসের জানালায় আঘাত লেগে থাকতে পারে।’
এতে জানালার কাঁচ ফেটে গেলেও ভেঙ্গে যায়নি বলে উল্লেখ করেন চট্টগ্রামের পুলিশ কমিশনার। তারপরেও পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।
পুলিশ কমিশনার আরো জানান, অস্ট্রেলিয়া দলকে বহনকারী বাসটি হোটেল থেকে স্টেডিয়ামে গত কয়েকদিন যে পথে যাতায়াত করেছে সে পথ এখন বদল করা হয়েছে। খবর বিবিসি’র।
এদিকে, আজ সকালে চার উইকেটের পতনের মাধ্যমে সমাপ্তি ঘটেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসের। অনেকটা বিপর্যয় ঠেলে ঠেলেই একটি সম্মানজনক স্কোর করেছে টাইগাররা। বাংলাদেশের মোট সংগ্রহ ৩০৫ রান।
গতকাল প্রথম দিনে ৯০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২৫৩। আজ সকালে মাঠে নামে মুশফিকুর রহিম ও নাসির হোসেন। মুশফিক আজ ৬ রান করে প্যাভেলিয়নে ফিরে গেলেও হাল ধরে থাকেন নাসির হোসেন। গতকালের ১৯ রানের সাথে আজ যোগ করেন আরো ২৬ রান।
এছাড়া মেহেদী হাসান মিরাজ করেন ১১ রান, তাইজুলের সংগ্রহ ৯।
শুরুতেই মোস্তাফিজের আঘাত 
ব্যাট হাতে নামার পর অসি শিবিরে প্রথমেই আঘাত হানলেন মোস্তাফিজুর রহমান।
প্রথম ওভারের তৃতীয় বলেই মোস্তাফিজের বলে মুশফিকের হাতে ধরা পড়েন ম্যাট র‌্যানশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭.১ ওভারে ১ উইকেট হারিয়ে ৩০।

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা