জাপা প্রার্থীর প্রচারে রোববার রংপুর যাচ্ছেন এরশাদ
হুসেইন মুহম্মদ এরশাদ -ফাইল ছবি
জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) হুসেইন মুহম্মদ এরশাদ রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে জাপা সমর্থিত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফার পক্ষে প্রচার চালাতে রোববার রংপুর আসছেন। তিন দিনের নির্বাচনী সফরে তিনি রংপুর সিটি করপোরেশন এলাকার অন্তত ছয়-সাতটি জনসভা ও পথসভায় অংশ নেবেন। এ সময় তার সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাপার প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা, কেন্দ্রীয় নেতা মেজর (অব.) খালিদ আক্তারসহ দলের নেতারা উপস্থিত থাকবেন।
মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াছির জানান, রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হলে জাপা চেয়ারম্যান এরশাদ ও প্রতিমন্ত্রী রাঙ্গা আর রংপুরে এসে নির্বাচনী প্রচার চালাতে পারবেন না। তাই তারা আগেই নির্বাচনী প্রচারের জন্য আসছেন।
ইয়াছির আরও জানান, রংপুর সিটি নির্বাচনে মেয়র পদে দলের প্রার্থী হিসেবে মহানগর জাপার সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফার নাম ঘোষণা করেন এরশাদ। গত ১৭ মার্চ রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এক জনসভায় মোস্তাফিজুর রহমান মোস্তফাকে প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন তিনি।
এস এম ইয়াছির জানান, জাপা চেয়ারম্যান এরশাদ রোববার সকালে রংপুরে পৌঁছে নগরীর সদ্যপুষ্করণী এলাকায় প্রথম নির্বাচনী জনসভা করবেন। সোমবার বড়বাড়ী ও চানকুঠি মাঠে পৃথক দুটি জনসভায় যোগ দেবেন তিনি। মঙ্গলবার তিনি শাপলা চত্বর ও নগর মীরগঞ্জ এলাকায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এ জন্য সব প্রস্তুতিও শেষ হয়েছে।
রংপুর সিটি করপোরেশন নির্বাচন আগামী ডিসেম্বরে হওয়ার কথা রয়েছে। এখনও নির্বাচনের তিন মাস বাকি। কিন্তু এরই মধ্যে সম্ভাব্য মেয়র প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নানাভাবে প্রচার চালাচ্ছেন।
Comments