হিন্দু শরণার্থীদের নেই থাকার জায়গা, আসেনি সরকারি ত্রাণ

সহিংসতার মুখে মিয়ানমারের ফকিরা বাজার থেকে কক্সবাজারের উখিয়ায় পালিয়ে আসার ২২ দিন কেটে গেলেও রোহিঙ্গা হিন্দু শরণার্থীদের জন্য এখনো বরাদ্দ হয়নি থাকার জায়গা, সেই সঙ্গে পায়নি কোনো সরকারি ত্রাণ।
রোববার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, উখিয়ার হলুদিয়া ইউপি সদস্য স্বপন শর্মা রণির বাড়িতে একটি পরিত্যক্ত মুরগির ফার্মে আশ্রয় নিয়েছেন ৫২৩ জনের একটি দল। এখানে তারা অন্যান্য রোহিঙ্গা শরণার্থীর মতোই মানবেতর জীবন যাপন করছেন।
ফকিরা বাজার এলাকায় স্বামী-সন্তান নিয়ে সুখেই ছিলেন রিকা ধর (৩০)। সেখানে অবস্থাপন্ন স্বামীর ছিল জুয়েলারি দোকান। কিন্তু ২৫ আগস্ট দুপুরে মুহূর্তেই সব লণ্ডভণ্ড হয়ে গেল। একদল কালো মুখোশ ও জামা পরা লোক ধারালো ছুরি ও তলোয়ার দিয়ে দোকানে হামলা চালিয়ে তার স্বামী প্রবল ধরসহ চারজনকে হত্যা করে। সেই সঙ্গে হত্যা করে তার দুই ভাই ও দোকানের এক কর্মচারীকে।
পরপর জন্ম নেওয়া তিন শিশুকে নিয়ে পালিয়ে আসার সময়ও রিকা ধরকে মারধর করা হয়। সেই সঙ্গে ছিনিয়ে নেওয়া হয় তার অলঙ্কারগুলো। শুধু রিকা ধরই নন, ফকিরাবাজারে ১০০টি হিন্দু পরিবারের ৮৬ জনকে নির্মমভাবে হত্যা করা হয়। জ্বালিয়ে দেওয়া হয় সব বাড়িঘর।
শুধু প্রবল ধর নয়, তলোয়ার দিয়ে কেটে কেটে হত্যা করা হয় বলিবাজার, সাহেব বাজার, নাকপুরার সরস্বতী ধর, রসবালা রুদ্র, প্রমীলা শীল, অনিকা ধর, বীনা শীলসহ অসংখ্য হিন্দু নারীর স্বামী ও তাদের শ্বশুর-ভাশুর এবং দেবরকে। মুখোশ পরা দুর্বুত্তরা তখন অকথ্য ভাষায় গালাগাল দিয়ে মহিলাদের ধমক দিয়ে বলতে থাকে— ‘তোরা ইন্ডিয়ার হিন্দু ইন্ডিয়াতে চলে যা। ২৪ ঘণ্টার মধ্যে না গেলে সবাইকে মেরে ফেলব।’ তাই উপায়ান্তর না দেখে এক কাপড়ে সন্তান-পরিজন নিয়ে ওই দিনই প্রাণ বাঁচাতে বাংলাদেশ সীমান্তের দিকে রোহিঙ্গাদের সঙ্গেই হাঁটা শুরু করে হিন্দু পরিবারগুলো।
বাংলাদেশে এসে আশ্রয় মিলে উখিয়ার হলুদিয়া ইউপি সদস্য স্বপন শর্মা রণির বাড়িতে একটি পরিত্যক্ত মুরগির ফার্মে। এখানে আশ্রয় নেয়া ১০০ পরিবারের মধ্যে ইউনিসেফ ৫০টি পরিবারের জন্য দিয়েছে একটি করে ট্রিপল, একটি বালটি, একটি মগ আর চার দিনের চাল।
রোববার দুপুরে দেখা যায় বিভিন্ন হিন্দু সংগঠনের দেওয়া ত্রাণসামগ্রী থেকে সবার জন্য রান্না হচ্ছে। প্রতিদিন দুই বেলা ৫২৩ জনের জন্য রান্না হয় এখানে। বিশেষ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে তাদের নিয়মিত খোঁজ নেয়া হচ্ছে বলে জানান আশ্রয় নেয়া বিনেশ্বর শীল।
সেখানে দুপুরে পরিবারগুলোকে নগদ অর্থ সহায়তা করছিলেন জাগো হিন্দু, বাংলাদেশের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ জয়ধর। তিনি জানান, আমরা কেন্দ্রিয় কমিটির পক্ষ থেকে এখানে আশ্রয় নেয়া হিন্দু শরনার্থীদের খোঁজ-খবর নিতে এসেছি। এখানকার শরণার্থীরা খুবই মানবেতর জীবন যাপন করছেন। ১৯ বছরের এক সদ্যবিধবা, সন্তান সম্ভব্য মাসহ ১৪ জন মহিলাকে ও ৫১৭ জন মানুষের হাতে বিভিন্ন পরিমাণে নগদ অর্থ তুলে দেই।
এখানকার শরণার্থীদের অবস্থা উদ্বেগজনক জানিয়ে তিনি আরো বলেন, হিন্দু শরণার্থীরা এথানে মানবেতর জীবন যাপন করছে। সকলকে যার যার মত করে সহায় সম্বলহীন এ সকল অনাহারী- অর্ধাহারী মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।

ওই আশ্রয় কেন্দ্রেই কথা হয় সদ্যবিধবা হওয়া ৮ জন মহিলার সঙ্গে। যাদের প্রত্যেকের স্বামীকে মিয়ানমারে গত ২৫ আগস্ট হত্যা করা হয়। যাদের প্রত্যেকের বয়স হচ্ছে ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। ৬ মাসের অন্তঃসত্ত্বা বিধাব অনিকা ধরের সঙ্গে কথা বলতে চাইলে অঝরধারায় চোখের পানি পড়তে থাকে। এভাবে স্বামীহারা ৮ নারীর মধ্যে সরস্বতী ধর, রসবালা রুদ্র, প্রমীলা শীল, বীনা শীল জানালেন তাদের সামনে নির্মমভাবে নিহত হওয়া স্বামী-স্বজনদের কথা, তাদের কষ্টের কথা।

শরণার্থীদের বিষয়ে জানতে চাইলে কক্সবাজার জেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি প্রিয়তোষ শর্মা চন্দন বলেন, হিন্দু শরণার্থীদের জন্য এখন পর্যন্ত কোনো সরকারী ত্রাণ আসেনি। বিভিন্ন সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সঙ্গঠনের বিভিন্ন নেতা পরিদেশর্নে এসেছেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ব্যক্তিগত ভাবে ৫০ হাজার টাকা দিয়েছেন। তারা খুব মানবেতরভাবে জীবনযাপন করছেন এখনো পর্যন্ত জেলা পরিষদের পক্ষ থেকে তাদের জন্য নিদিষ্ট কোনো জায়গা দেয়নি।
সব শরণার্থীর জন্য ন্যূনতম খাবারের নিশ্চয়তা বিধান করা দাবি জানিয়ে প্রিয়তোষ শর্মা চন্দন আরো বলেন, জরুরি ভিত্তিতে শরণার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত শৌচাগার, খাবর পানি ও চিকিসা সামগ্রীর ব্যবস্থা করা না হলে উদরাময়সহ নানা রোগেব্যধির প্রকোপ দেখা দিতে পারে।
Source Suman Chakraborty 
POSTED BY: SHAKTI ONLINE

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা