রোহিঙ্গাদের কারণে সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়তে পারে: স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক কক্সবাজার প্রতিনিধি/ইত্তেফাক/ আরকেজি
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেছেন, এখন পর্যন্ত বড় ধরনের বিপদ না হলেও স্বাস্থ্য ঝুঁকির ভয় উড়িয়ে দেয়া যাবে না। কারণ অসচেতন রোহিঙ্গারা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। তাদের কারণে সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়তে পারে। ইতিমধ্যে একজন এইডআইভি এইডসে আক্রান্ত হওয়া রোহিঙ্গা রোগী শনাক্ত করা হয়েছে।
বুধবার আক্রান্ত রোহিঙ্গাদের হেলথ সার্ভিস কন্ট্রোল রুম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সময় থাকতে রোহিঙ্গাদের স্বাস্থসেবা নিশ্চিত করতে হবে। এজন্য সরকার কাজ শুরু করে দিয়েছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ৩৬টি মেডিকেল টিম কাজ করছে। এতে সহায়তা করছে জাতিসংঘসহ দেশি-বিদেশি এনজিও ।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের চট্রগ্রাম বিভাগীয় পরিচালক অধ্যাপক ডা. এ এম মুজিবুল হক, কক্সবাজার সিভিল সার্জন ডা. আবদুস সালাম, ইউনিসেফের হেলথ বিশেষজ্ঞ ডা. হরিকৃষ্ণ বান্সকোটা, ডব্লিউআরের ডা. পরানি থারান, ইউএনএইচের প্রতিনিধি ডা. তৈমুর রহমান, ইউএনএফপিএর কো- অর্ডিনেটর ডা. হাসান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রঞ্জন বড়ুয়া রাজন প্রমুখ।
ইত্তেফাক/ আরকেজি
Comments