ভারতে ১০০ কোটি রুপি মূল্যের সাপের বিষ উদ্ধার


ভারতে ১০০ কোটি রুপি মূল্যের সাপের বিষ উদ্ধার

ভারত থেকে চীনে পাচারের সময় ১০০ কোটি রুপি মূল্যের সাপের বিষ উদ্ধার করা হয়েছে।
 মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বারাসাত থেকে তিনটে বিষের পাত্রসহ পাচারকারীকে আটক
 করা হয়।তিনটি বুলেট প্রুফ বেলজিয়াম কাচের সিল করা পাত্রে নিয়ে যাওয়া হচ্ছিল 
ছ'পাউন্ড গোখরোর বিষ। পাত্রগুলির প্রত্যেকটির দাম ৪৫ লাখ রুপি। 
 



বুধবার এই তিন পাচারকারীকে আদালতে পাঠানোর কথা রয়েছে। একটি মারুতি
 আই টেন গাড়িতে করে এদিন সাপের বিষ ভরা পাত্রগুলি নিয়ে দমদম বিমানবন্দরে 
যাচ্ছিল পাচারকারীরা। বারাসাতের রথতলা মোড়ের কাছে তাদের আটকায় এসএসবি,
 বনদপ্তর ও সিআইডি।

উত্তর ২৪ পরগনার ডিএফও মানিক সরকার জানান, তিনটি পাত্রে তিন রকম বিষ 
পাওয়া গিয়েছে। তরল, পাউডার ও ক্রিস্টাল। এই তিনটির আনুমানিক বাজার
 মূল্য ১০০ কোটি রুপি। সূত্র : সংবাদ প্রতিদিন

বিডি প্রতিদিন/১৩ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা



Share

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা