- Get link
- X
- Other Apps
আইফোনের কিছু অনুষঙ্গ
প্রতিদিনই কোনো না কোনো কাজে স্মার্টফোন ব্যবহার করা হচ্ছে। শুধু তা–ই নয়, সেই স্মার্টফোনকে আরও ব্যবহার উপযোগী করতে যুক্ত করা হচ্ছে আরও অনেক অনুষঙ্গ। আর সে কথা মাথায় রেখেই বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের অনুষঙ্গ তৈরি করছে অ্যাপলের ফ্ল্যাগশিপ ডিভাইসের জন্য। যেগুলো খুব সহজেই পাওয়া যায়। এ রকম কিছু অনুষঙ্গের তথ্য থাকছে এখানে—
মোবাইল ফটোগ্রাফি করতে যাঁরা ভালোবাসেন, তাঁদের জন্য এটি বেশ উপকারী। কারণ, ‘লোহা লাইফ সলিউশন’–এর এই ক্যামেরা লেন্সটি আলাদাভাবে সংযুক্ত করা যায়। যার সাহায্যে নিখুঁতভাবে ম্যাক্রো ওয়াইড অ্যাঙ্গেল মুডে ছবি তোলা যায়, যা আইফোনের ডিফল্ট মুডে নিখুঁতভাবে করা সম্ভব নয়। লেন্সটি আমাজনে বেশ সাড়া পেয়েছে। যন্ত্রটি আজীবন ওয়ারেন্টিসহ পাওয়া যাবে। তা ছাড়া এটি অ্যান্ড্রয়েড ফোনেও ব্যবহার করা যাবে।
আপনার যদি এ মুহূর্তের বায়ুগতি পরিমাপ করা খুব বেশি জরুরি হয়ে দাঁড়ায়, তাহলে বহনযোগ্য এই যন্ত্র খুব কাজে দেবে। কারণ, ছোট এই যন্ত্র খুব কম সময়ের মধ্যে সঠিক বায়ুর গতিবেগ পরিমাপ করতে পারে। অনেক দল আছে, যারা কাইট সার্ফিং করতে ভালোবাসে। তাদের জন্য এটি জাদুর কাঠির মতো। কারণ, খুব কম সময়ে এবং সহজেই স্মার্টফোনের সাহায্যে জানিয়ে দেবে বাতাসের গতিবেগ। ফলে তারা বুঝতে পারবে, ওই মুহূর্তে কাইট সার্ফিং করা ঠিক হবে কি না! আমাজনে যন্ত্রটি সম্পর্কে ভালো মন্তব্য পাওয়া গেলেও একজন বলেছেন, যন্ত্রটি নাকি আইফোন ৬ প্লাসে কাজ করছে না।
অ্যাপল কর্তৃপক্ষ বরাবরের মতোই আইফোনে মাইক্রো এসডি কার্ড সংযোগ করতে নারাজ। কিন্তু অনেক সময়ই আইফোন ব্যবহারকারীদের ছবি, ভিডিওসহ বিভিন্ন ফাইল সংরক্ষণে সমস্যায় পড়তে হয়। তখন অনেকেই বিকল্প পথ হিসেবে ক্লাউডে তথ্যধারণের পথ বেছে নেয়। তবে এ ক্ষেত্রে নিরাপত্তার ব্যাপারে অনেক প্রতিষ্ঠানের প্রতি ব্যবহারকারীরা আপত্তির কথা জানিয়েছেন। তাঁরা আস্থা রাখতে পারেন স্যানডিস্কের আইএক্সপ্যান্ডের ওপর; যেটি একটি ফ্ল্যাশ ড্রাইভ। এতে রয়েছে লাইটনিং এবং ইউএসবি পোর্ট। ফলে খুব সহজেই যেকোনো আইওএস ডিভাইসের সঙ্গে যুক্ত করে তথ্য আদানপ্রদান করা যাবে। পরে যেকোনো ইউএসবি সমর্থন করে এমন ডিভাইসে লাগিয়ে ডেটা সংরক্ষণ করা যাবে।
শরীর সুস্থ রাখার জন্য ফিটনেস ব্যান্ড বা অ্যাপল ওয়াচের পরিবর্তে যদি শুধু হৃৎকম্পন পর্যবেক্ষণযন্ত্রের খোঁজ করে থাকেন, তাহলে স্কোশের হৃৎকম্পন পর্যবেক্ষক আর্মব্যান্ড ব্যবহার করতে পারেন। কারণ, এটি ব্লু–টুথ ও এএনটি প্লাস নামক প্রযুক্তি ব্যবহার করে। যার সাহায্যে খুব সহজেই আপনি ব্যায়াম বা দৌড়ের সময় কতটুকু ক্যালরি হারিয়েছেন, কত কদম পা ফেলেছেন, কতটা দূরত্ব অতিক্রম করেছেন এবং আপনার গতিবেগ কত ছিল—সব তথ্য একটি ফিটনেস অ্যাপের মাধ্যমে স্মার্টফোনে সঞ্চয় করে রাখবে। আর্মব্যান্ডটিতে রয়েছে ৮ ঘণ্টা স্থায়ী ব্যাটারি। তা ছাড়া এটি পানিরোধী, যা এক মিটার গভীর পানিতেও কাজ করবে। ফলে নিশ্চিন্তে বৃষ্টির সময় ব্যবহার করা যাবে। ব্যান্ডটির সবচেয়ে ভালো দিক হলো, এটি ফোন থেকে ১০০ ফুট দূরত্বেও সংযোগ বজায় রাখতে পারে। এতে সাধারণ ব্যায়ামের সময় ফোন হাতে রাখতে হচ্ছে না।
মারিফুল হাসান, বিজনেস ইনসাইডার
ক্যামেরা ফ্ল্যাশলাইট
আরও সংবাদ
বিষয়:
- Get link
- X
- Other Apps
Comments