সবজির ক্ষেত নষ্ট হওয়ায় বিপাকে কৃষকেরা
কাগজ অনলাইন প্রতিবেদক: উত্তরাঞ্চলের বন্যায় এবার বেড়েছে সবরকম সবজির দাম। অতিবৃষ্টি আর বন্যায় বেশিরভাগ সবজির ক্ষেত নষ্ট হওয়ায় বাজারে মারাত্মক বিরূপ প্রভাব পড়েছে। বগুড়ার সবচেয়ে বড় পাইকারি বাজার মহাস্থান হাটে আগের মত আর সবজি উঠছেনা। কৃষি বিভাগ বলছে, এক মাসের মধ্যে স্বাভাবিক হবে সবজি সরবরাহ।
কয়েকদিন আগে মহাস্থান সবজির পাইকারি বাজারে সবজির সরবরাহ ছিল চোখে পড়ার মত। এখন সেই বাজারে তেমন সবজি নাই।
- বিজ্ঞাপন -
এ সময় যে কৃষকের মণকে মণ সবজি বিক্রির কথা সেখানে এখন তারা বাজারে আনছেন সামান্য সবজি। অতিবৃষ্টি আর বন্যার কারণে সবজির ক্ষেত নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা। বন্যায় শুধু কৃষকই নন ক্ষতিগ্রস্ত হয়েছেন পাইকারি ব্যবসায়ীরাও।
কৃষি বিভাগ বলছে, বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক হতে এক মাস সময় লাগতে পারে।
বগুড়া উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষিবিদ প্রতুল চন্দ্র সরকার বলেন, ‘বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক হতে আরো কিছুদিন সময় লেগে যাবে।’
বগুড়ার পাইকারি সবজির বাজারে এখন পটল ও ঢেঁড়স ৩৫ টাকা, করলা ৪০টাকা আর কাঁচামরিচ ১০০ টাকা কেজি। আর লাউ প্রতি পিস ৩০টাকা দরে বিক্রি হচ্ছে।
Comments