প্রকাশ : ৯ আগস্ট, ২০১৭ ০৮:৫২ অনলাইন ভার্সন
আপডেট : ৯ আগস্ট, ২০১৭ ০৮:৫৪
আপডেট : ৯ আগস্ট, ২০১৭ ০৮:৫৪
দীপিকাকে নিয়ে লেখা বাবার চিঠি এবার পাঠ্যবইয়ে
অনলাইন ডেস্ক
দুই মেয়ে দীপিকা ও আনিশাকে উদ্দেশ্যে করে দীর্ঘ এক চিঠি লিখেছিলেন প্রকাশ পাড়ুকোন। 'পিকু' ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত দীপিকা উপস্থিত শত শত বলিউড তারকার সামনে সেটি পড়েছিলেন।
দীপিকা তো আছেনই উপস্থিত অনেকেই চিঠি শুনতে শুনতে চোখের পানি ফেলেছিলেন।
মেয়েদের উদ্দেশ্য করে লেখা সেই চিঠি ছিল খুবই সাধারণ। দিক নির্দেশনামূলক। যেখানে দুই মেয়েকে ভালো মানুষ হওয়ার ওপরই জোর দিতে বলেছেন ভারতের পদকজয়ী ব্যাটমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোন। এবার সেই চিঠি ভারতের পাঠ্যবইয়েও যোগ করা হয়েছে। ইংরেজি বইয়ের যে অধ্যায়ে সেটি যোগ করা হয়েছে তার নাম 'লেটারস ফ্রম এ ফাদার'।
বিডি প্রতিদিন/৯ আগস্ট, ২০১৭/ফারজানা
Comments