প্রকাশ : ৪ আগস্ট, ২০১৭ ১০:৫৩ অনলাইন ভার্সন
আপডেট :
'সম্মানজনক' সমাধানের আশ্বাস; জাবি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Currently 0/5
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)
'সম্মানজনক' সমাধানের আশ্বাস; জাবি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার
শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলার সম্মানজনক সামাধানের আশ্বাসে অবশেষে আন্দোলন থেকে সরে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।  
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত টানা ৮ ঘন্টার আলোচনা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের সমঝোতার ভিত্তিতে যৌক্তিক ও সম্মানজনক সমাধানের সিদ্ধান্ত হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা।
আলোচনা শেষে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম সংকট সমাধানে শিক্ষক সমিতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ধন্যবাদ জানিয়ে বলেন, 'শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের জন্য কল্যাণ বয়ে আনবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। '
জাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, 'আমরা সবসময় একটি সম্মানজনক সমাধান চেয়েছি। এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতা পেয়েছি। '
ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমরান নাদিম বলেন, 'দীর্ঘ আলোচনার প্রেক্ষিতে মামলার বিষয়ে একটি সম্মানজনক সমাধানের আশ্বাসে আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি। '
উল্লেখ্য, গত ২৬ মে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ ও উপাচার্যের বাসভবন ভাঙচুরের অভিযোগে ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল শিক্ষার্থীরা। মানববন্ধন, মৌন ও বিক্ষোভ মিছিল, সমাবেশ, আমরণ অনশনের পর গত সোমবার থেকে লাগাতার প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচির পরিপ্রেক্ষিতে সমস্যা সমাধানের লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় উভয় পক্ষ প্রশাসনিক ভবনে আলোচনায় বসে।  

বিডি প্রতিদিন/৪ আগস্ট, ২০১৭/ফারজানা

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা