প্রকাশ : ৪ আগস্ট, ২০১৭ ১৬:১৩ অনলাইন ভার্সন
আপডেট : ৪ আগস্ট, ২০১৭ ১৬:৩২
আপডেট : ৪ আগস্ট, ২০১৭ ১৬:৩২
কোনো অভিনেত্রীই কাজ করতে চান না প্রিয়াঙ্কার সঙ্গে!
অনলাইন ডেস্ক
এরইমধ্যে ভোজপুরি, মারাঠি ও পাঞ্জাবি ছবি প্রযোজনা করে ফেলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু যেখান থেকে তার উত্থান সেই বলিউড ছবি প্রযোজনায় দেখা যায়নি তাকে। তবে জানা গেছে দুইটি হিন্দি ছবি প্রযোজনার প্রস্তুতি নিচ্ছেন প্রিয়াঙ্কা। চিত্রনাট্যও চূড়ান্ত করে ফেলেছেন।
দুইটি ছবির একটি ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে। নায়িকা থাকবে একজন, নায়ক দুই জন। প্রথমসারির তরুণ অভিনেতাদের মধ্য থেকে শিল্পী বাছাই করতে চাচ্ছেন প্রিয়াঙ্কা। কিন্তু নায়ক দুইজন থাকায় কেউ রাজি হচ্ছে না।
আরেকটি ছবি নারীকেন্দ্রিক। সিঙ্গেল মায়ের সংগ্রাম নিয়েই ছবির মূল কাহিনী। কিন্তু এখানেও প্রথমসারির কোনো অভিনেত্রীকে পাচ্ছেন না প্রিয়াঙ্কা। জানা গেছে, কাউকে না পেলে তিনি নিজেই অভিনয় করবেন এ ছবিতে।
বিডি প্রতিদিন/৪ আগস্ট, ২০১৭/ফারজানা
Comments