প্রকাশ : ৪ আগস্ট, ২০১৭ ১৮:২৫ অনলাইন ভার্সন
আপডেট :
ইউটিউবে ঝড় তুলেছে ডেসপাসিটোর আরবি ভার্সন! (ভিডিও)
অনলাইন ডেস্ক
  • Currently 0/5
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)
ইউটিউবে ঝড় তুলেছে ডেসপাসিটোর আরবি ভার্সন! (ভিডিও)
সংগৃহীত ছবি
ইউটিউবে লুইস ফনসির স্প্যানিশ গান ডেসপাসিটোর মিউজিক ভিডিওটি ব্যাপক সারা ফেলেছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি আরব বিশ্বে এই গানটির আরবি সংস্করণ বের হয়েছে। গানটির আরবি সংস্করণ প্রকাশ পাওয়ার পর থেকেই বলা যায় ঝড় উঠেছে সেখানে।  
দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশে বরকে যৌতুক দেওয়া হয়, ওমানে এর প্রচলন ঠিক উল্টোটা। সেখানে বিয়ের সময় বরকেই মোটা অংকের যৌতুক দিতে হয়। মূলত এই প্রথাকে ব্যাঙ্গ করতেই ওমানের এক র‍্যাপ সঙ্গীতশিল্পী গানটির আরবি ভার্সন গেয়েছেন। মাত্র এক সপ্তাহে ইউটিউবে ডেসপাসিটোর আরবী ভার্সনটি ২৩ লক্ষেরও বেশিবার দেখা হয়েছে।
ইউটিউবে দেখার পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও এই গানটি নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে। যৌতুকের সমস্যাকে চমৎকার মিউজিক ভিডিওর মাধ্যমে তুলে আনার জন্য অনেকেই গানটার ভূয়সী প্রশংসা করেছেন।  
সূত্র: বিবিসি

বিডি-প্রতিদিন/ ৪ আগস্ট, ২০১৭/ তাফসীর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

তৈরি করুন শীতের ভাপা পিঠা

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য