প্রকাশ : ৪ আগস্ট, ২০১৭ ১৯:৫২ অনলাইন ভার্সন
আপডেট : ৪ আগস্ট, ২০১৭ ১৯:৫৩
কুমিল্লায় মায়ের কোলে ফিরলো অপহৃত শিশু
কুমিল্লা প্রতিনিধি
  • Currently 0/5
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)
কুমিল্লায় মায়ের কোলে ফিরলো অপহৃত শিশু
কুমিল্লার মুরাদনগর থেকে আশ্রয় নিয়ে শিশু নয়নকে অপহরণের ৩ দিন পর নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় ৩ জন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। নয়ন উপজেলা উত্তরকান্দি গ্রামের হেলাল মিয়ার ছেলে।
গত মঙ্গলবার মুরাদনগর উপজেলার উত্তরকান্দি থেকে শিশু নয়নকে (৫) অপহরণ করা হয়। অপহরণের পর শিশুটির পরিবারের কাছে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। মুক্তিপণ না দিলে শিশুটিকে হত্যা ও লাশ গুম করার হুমকিও দেয় তারা। শুক্রবার দুপুরে র‌্যাব-১১ এর কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর আশিক বিল্লাহ।

বৃহস্পতিবার রাতে র‌্যাব-১১ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এসময় অপহরণ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হল মোঃ বোরহান উদ্দিন, মোঃ সোহেল আহমেদ ও শরীফা আক্তার। শরীফা আক্তার অসহায় হিসেবে রাতে নয়নদের বড়িতে আশ্রয় নেয়, পরের দিন দুপুরে নয়নকে অপহরণ করে।
সাংবাদিকদের মেজর আশিক বিল্লাহ জানান, অপহরণ চক্রটি এর আগে কুমিল্লা, নরসিংদী ও কিশোরগঞ্জসহ ঢাকার আশেপাশের এলাকায় কয়েকটি অপহরণের ঘটনা ঘটিয়েছে। এ অপহরণ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে র‌্যাব-১১ জানায়। এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-১১ এর কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের কমান্ডার মেজর মোস্তফা কায়জার।

বিডি-প্রতিদিন/ ৪ আগস্ট, ২০১৭/ তাফসীর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা